০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিপটে বোলিংয়ে ইতিহাস গড়লেন সিলস

- ছবি : নয়া দিগন্ত

ইতিহাস গড়লেন সিলস। বাংলাদেশের বিপক্ষে রোববার রাতে যা করেছেন, তা চলতি শতকের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। আধুনিক ক্রিকেটের ব্যাটিং বান্ধব উইকেটে অবিশ্বাস্য বোলিংয়ে জন্ম দিয়েছেন রাজ্যের বিস্ময়।

রোববার জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে জেয়ডেন সিলসের বোলিং ফিগার ছিল ১৫.৫-১০-৫-৪। তার এমন বোলিং শুধু টাইগারদের ইনিংসই ডুবিয়ে দেয়নি, সিলস নিজেও ঠাঁই নিয়েছেন ইতিহাসের পাতায়।

সিলস জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বল করেছিলেন মোট সাত ওভার। তার মাঝে মেইডেন দেন ৬ ওভার। আর দ্বিতীয় দিনে এসে তিনি বল করেছেন ৮.৫ ওভার। যেখানে ৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪টি।

সব মিলিয়ে সিলসের ইকোনমি ছিল ০.৩১৬। যা একবিংশ শতাব্দীতে এক ইনিংসে এটাই সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উমেশ যাদব। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ওভার শেষে তার ইকোনমি ছিল ০.৪২৯।

তবে টেস্ট ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে অবশ্য সিলসের এই বোলিং ফিগার বেশ পিছিয়েই আছে। তালিকায় সেরা স্থানটা দখল করে আছেন ভারতের স্পিনার রমেশচন্দ্র নাদকার্নি।

১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভার প্রতি মাত্র ০.১৫ রান দিয়েছিলেন এই ভারতীয়। ৩২ ওভার বল করে মেইডেন নিয়েছিলেন ২৭টি। রান দেন মাত্র পাঁচ।

সিলসের এমন বোলিংয়ের সাথে দারুণ বল করেন আলজারি জোসেফও। তিনি নেন ৩ উইকেট। তাতে বাংলাদেশ দল গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। জবাবে ১ উইকেটে ৭০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।


আরো সংবাদ



premium cement
শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দাতা সম্মেলনের আগে ব্রিটেন গাজায় সহায়তা বাড়িয়েছে এক্সপ্রেসওয়েতে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ ‘প্রেমিক’ গ্রেফতার ট্রাম্প ‘বেয়াই’কে দিলেন মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টার পদে কিশোরগঞ্জে এডিসির গাড়ির ধাক্কায় মোয়াজ্জিমের মৃত্যু বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ মমতা ব্যানার্জীর কথায় কথায় মামলা, প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন পুলিশের ৪১ কর্মকর্তাকে বদলি ইসরাইলে আজানের উপর নিষেধাজ্ঞা, নিন্দা মার্কিন মুসলিম কমিউনিটির ‘খোঁচাখুঁচিতে শত্রুতা বাড়বে, যেটা কারো জন্য ভালো না’ মেলান্দহে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

সকল