০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কিপটে বোলিংয়ে ইতিহাস গড়লেন সিলস

- ছবি : নয়া দিগন্ত

ইতিহাস গড়লেন সিলস। বাংলাদেশের বিপক্ষে রোববার রাতে যা করেছেন, তা চলতি শতকের ক্রিকেট ইতিহাসে আগে কখনো ঘটেনি। আধুনিক ক্রিকেটের ব্যাটিং বান্ধব উইকেটে অবিশ্বাস্য বোলিংয়ে জন্ম দিয়েছেন রাজ্যের বিস্ময়।

রোববার জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে জেয়ডেন সিলসের বোলিং ফিগার ছিল ১৫.৫-১০-৫-৪। তার এমন বোলিং শুধু টাইগারদের ইনিংসই ডুবিয়ে দেয়নি, সিলস নিজেও ঠাঁই নিয়েছেন ইতিহাসের পাতায়।

সিলস জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বল করেছিলেন মোট সাত ওভার। তার মাঝে মেইডেন দেন ৬ ওভার। আর দ্বিতীয় দিনে এসে তিনি বল করেছেন ৮.৫ ওভার। যেখানে ৩ রান দিয়ে উইকেট নিয়েছেন ৪টি।

সব মিলিয়ে সিলসের ইকোনমি ছিল ০.৩১৬। যা একবিংশ শতাব্দীতে এক ইনিংসে এটাই সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উমেশ যাদব। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ওভার শেষে তার ইকোনমি ছিল ০.৪২৯।

তবে টেস্ট ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে অবশ্য সিলসের এই বোলিং ফিগার বেশ পিছিয়েই আছে। তালিকায় সেরা স্থানটা দখল করে আছেন ভারতের স্পিনার রমেশচন্দ্র নাদকার্নি।

১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভার প্রতি মাত্র ০.১৫ রান দিয়েছিলেন এই ভারতীয়। ৩২ ওভার বল করে মেইডেন নিয়েছিলেন ২৭টি। রান দেন মাত্র পাঁচ।

সিলসের এমন বোলিংয়ের সাথে দারুণ বল করেন আলজারি জোসেফও। তিনি নেন ৩ উইকেট। তাতে বাংলাদেশ দল গুটিয়ে যায় মাত্র ১৬৪ রানে। জবাবে ১ উইকেটে ৭০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে জামায়াত নেতার ওপর হামলা, গ্রেফতার ১ জাবির কর্মকর্তা-কর্মচারীর বরখাস্তের আদেশ প্রত্যাহার দাবিতে মানববন্ধন মমতা ব্যানার্জীর বক্তব্য খুব সুষ্ঠু পদক্ষেপ না : পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০৫ ইবিতে নতুন প্রো-ভিসি ড. এয়াকুব, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর সার্ক প্রক্রিয়ার অগ্রগতিতে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে বাংলাদেশ : মহাসচিব সারওয়ার প্রশ্নফাঁসের অভিযোগে রেলের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল ৭ কলেজের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ সংখ্যালঘু ইস্যুতে ব্রিফিংয়ে যোগ দিয়েছেন যেসব কূটনীতিক নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জন করতে হবে : নজরুল ইসলাম দাফনের ১১৮ দিন পর শহীদের লাশ উত্তোলন

সকল