০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবারের বিপিএলে থাকছে যেসব আয়োজন

বিপিএলের মাসকট ডানা - ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলেনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। তারুণ্যের বাংলাদেশে জুলাই বিপ্লবকে স্বরণ করে নান্দনিক ডিজাইন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসকটের। এ মাসকটের নাম দেয়া হয়েছে 'ডানা ৩৬'। স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে বিপিএলের মাসকটটিকে।

রোববার (১ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫’-এর ঘোষণামঞ্চে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট।

‘ডানা’ নতুন বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। এর মাধ্যমে শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে। ডানার দু’পাশে থাকা ১৮টি করে ৩৬টি রঙিন পালক ‘৩৬ জুলাই’ ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরতে সাজানো হয়েছে।

এবারের বিপিএলে মাসকটই নয়। বিপিএলের মধ্য দিয়ে স্মরণ করা হবে জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনকে। গ্যালারির একপাশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের জন্য থাকছে ই-টিকিটের ব্যবস্থা। শহীদ মুগ্ধর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথমবার বিপিএল নিয়ে উন্মোচিত হলো তারুণ্য ধারণ করা মাসকট। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে বিপিএলের থিম সং। এছাড়া আলাদা আলাদা শহরে থাকছে ভিন্ন আমেজের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এবার আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কনসার্টও করা হবে।

এবার বিভিন্ন আয়োজনে সারা দেশে ছড়িয়ে পড়বে বিপিএলের আবহ। তারুণ্যের বাংলাদেশ জেগে থাকবে বিপিএলের উম্মাদনায়। এবারের আয়োজনে বিসিবি ছাড়াও যুক্ত থাকবে সরকারের সাতটি মন্ত্রণালয়। বিপিএলের আসর দিয়ে তারুণ্যের এই উৎসবের শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে।


আরো সংবাদ



premium cement
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন ইনু-মেনন-দীপু-পলক নতুন মামলায় কারাগারে আরো অগ্রসর হচ্ছে সিরিয়ার বিদ্রোহীরা, রাশিয়ার বিমান হামলা অব্যাহত অর্থাভাবে তরুণ শিক্ষার্থী জীবনের ডান চোখ চিরতরে নষ্ট হওয়ার পথে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণার রায় স্থগিত সংখ্যালঘু ইস্যুতে আজ কূটনীতিকদের ব্রিফ করবে সরকার মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ছেলে হান্টারকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট বাইডেন মিরসরাইয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ‘ফেরত দেবে না’ যুক্তরাষ্ট্র

সকল