০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবারের বিপিএলে থাকছে যেসব আয়োজন

বিপিএলের মাসকট ডানা - ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলেনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। তারুণ্যের বাংলাদেশে জুলাই বিপ্লবকে স্বরণ করে নান্দনিক ডিজাইন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসকটের। এ মাসকটের নাম দেয়া হয়েছে 'ডানা ৩৬'। স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে বিপিএলের মাসকটটিকে।

রোববার (১ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫’-এর ঘোষণামঞ্চে উন্মোচন করা হয়েছে বিপিএলের মাসকট।

‘ডানা’ নতুন বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। এর মাধ্যমে শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে। ডানার দু’পাশে থাকা ১৮টি করে ৩৬টি রঙিন পালক ‘৩৬ জুলাই’ ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরতে সাজানো হয়েছে।

এবারের বিপিএলে মাসকটই নয়। বিপিএলের মধ্য দিয়ে স্মরণ করা হবে জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনকে। গ্যালারির একপাশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের জন্য থাকছে ই-টিকিটের ব্যবস্থা। শহীদ মুগ্ধর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রথমবার বিপিএল নিয়ে উন্মোচিত হলো তারুণ্য ধারণ করা মাসকট। তাছাড়া প্রথমবারের মতো এই আসরে থাকবে বিপিএলের থিম সং। এছাড়া আলাদা আলাদা শহরে থাকছে ভিন্ন আমেজের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এবার আয়োজক শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কনসার্টও করা হবে।

এবার বিভিন্ন আয়োজনে সারা দেশে ছড়িয়ে পড়বে বিপিএলের আবহ। তারুণ্যের বাংলাদেশ জেগে থাকবে বিপিএলের উম্মাদনায়। এবারের আয়োজনে বিসিবি ছাড়াও যুক্ত থাকবে সরকারের সাতটি মন্ত্রণালয়। বিপিএলের আসর দিয়ে তারুণ্যের এই উৎসবের শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল দিয়ে।


আরো সংবাদ



premium cement
হাসিনার পতনের পর ভারতে দলে দলে প্রবেশের চেষ্টার তথ্য সঠিক নয় কাতারের আমির যাচ্ছেন ব্রিটেন সফরে সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২৫ হাসপাতালে দেরিতে আসার কারণে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি কিপটে বোলিংয়ে ইতিহাস গড়লেন সিলস শ্বেতপত্র কমিটির কাজ চুরির বর্ণনা দেয়া, চোর ধরা নয় : ড. দেবপ্রিয় পাশের দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে : স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহের সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত আ’লীগ আমলের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

সকল