বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট উন্মোচন হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবকে সম্মান প্রদর্শন করে সাজানো হয়েছে মাসকট। এর নাম দেয়া হয়েছে ‘ডানা ৩৬।’
আজ রোববার ঢাকার হোটেল ইন্টারকন্টিন্টোলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মাসকটটি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাসকটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গত মাসের মাঝামাঝি সময়ে মাসকটের লোগো উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ অফিশিয়ালি সেই মাসকট উন্মোচন করা হয়। মাসকটটি একটি পায়রার, যেখানে শান্তির প্রতীক হিসেবে সুসজ্জিত পায়রাকে দেখা যাবে।
বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এর রয়েছে ৩৬টি ডানা, মাথায় ক্যাপ। বুকে হলুদ অক্ষরে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
ক্রিড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই আয়োজনে।
এছাড়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ নারী ক্রিকেট দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আগামী ৩০ আগস্ট শুরু হবে বিপিএলের একাদশ আসর। এর আগে আসরের তিন ভেন্যুতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ২৩ ডিসেম্বর মিরপুর, ২৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে যা আয়োজিত হবে।
এবারের বিপিএল চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা