০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ন ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’

বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’ - সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাসকট উন্মোচন হয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবকে সম্মান প্রদর্শন করে সাজানো হয়েছে মাসকট। এর নাম দেয়া হয়েছে ‘ডানা ৩৬।’

আজ রোববার ঢাকার হোটেল ইন্টারকন্টিন্টোলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় মাসকটটি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ মাসকটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গত মাসের মাঝামাঝি সময়ে মাসকটের লোগো উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ অফিশিয়ালি সেই মাসকট উন্মোচন করা হয়। মাসকটটি একটি পায়রার, যেখানে শান্তির প্রতীক হিসেবে সুসজ্জিত পায়রাকে দেখা যাবে।

বিপিএলের মাসকটটিকে স্বাধীনতা এবং ক্রীড়া চেতনার স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এর রয়েছে ৩৬টি ডানা, মাথায় ক্যাপ। বুকে হলুদ অক্ষরে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

ক্রিড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এবং বিসিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই আয়োজনে।

এছাড়া জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ নারী ক্রিকেট দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আগামী ৩০ আগস্ট শুরু হবে বিপিএলের একাদশ আসর। এর আগে আসরের তিন ভেন্যুতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ২৩ ডিসেম্বর মিরপুর, ২৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে যা আয়োজিত হবে।

এবারের বিপিএল চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।


আরো সংবাদ



premium cement
খেলার মাঠে রাবি শিক্ষার্থীর মৃত্যু ধারাবাহিকভাবে বাড়ছে রেমিট্যান্স, ৪ মাসে এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি সচিবালয়ের কর্মচারীদের ৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত রাশিয়ার হামলায় আলেপ্পো হামলার নেতৃত্বদানকারী জুয়াইনি নিহত! জবি ভর্তিতে থাকছে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্য কোটা এবার বই উৎসব হবে না তবে বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা : উপদেষ্টা বিধান তারেক রহমান খালাস পাওয়ায় রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল কিশোরগঞ্জে নিরাপদ সড়ক চাই-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজনৈতিক উদ্দেশ্যেই তারেক রহমানকে অভিযুক্ত করেছিল ফ্যাসিবাদী আ'লীগ : মির্জা ফখরুল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ডিসেম্বরেও উৎপাদনে যেতে পারছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

সকল