৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ

সিরিজ জয়ের খুব কাছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও জয়ের পথেই আছে বাংলাদেশ। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে আইরিশদের বিপক্ষে সিরিজ জয় এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।

শনিবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। যেখানে টসে জিতে আগে করে ৬ উইকেটে ১৯৩ রান তুলে আইরিশরা। জবাবে জয় থেকে মাত্র ১৮ রান দূরে টাইগ্রেসরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় অধিনায়ক গ্যাবি লুইসকে ফেরান সুলতানা। আরেক ওপেনার সারাহ ফোর্বসকে (১৩) আউট করেন নাহিদা আক্তার।

৩৫ রানে ২ উইকেট হারানোর পর আইরিশদের পথ দেখান এমি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্ট। দু’জনে মিলে গড়েন ৯১ রানের জুটি। ব্যক্তিগত ৩৭ রানে প্রেন্ডারগাস্ট রান আউট হলে ভাঙে এই জুটি।

একই ওভারে সাথি ফেরান এমি হান্টারকেও। ৮৮ বলে ৬৮ রান করে আউট হন এমি। এরপর উনা রেমন্ডের ১৮ বলে অপরাজিত ২১ এবং লরা ডিলানির ৫০ বলে ৩৩ রানের ইনিংসে ১৯৩ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

১০ ওভার বল করে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। একটি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা খাতুন।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই মুরশিদা খাতুনকে (৫) হারালেও ফারজানা ও শারমিন আক্তার দলকে সহজ জয়ের পথেই রাখেন। দু'জনে মিলে ৮৫ রানের জুটি গড়ে স্কোর পৌঁছে দেন তিন অংকের ঘরে। এরপর ফারাজানা ৮৯ বলে ৫০ রানে আউট হন।

এরপর বেশিদূর যেতে পারেননি শারমিনও। ফিফটি হাতছাড়ার আক্ষেপ নিয়ে ৬৩ বলে ৪৩ রানে আউট হন তিনি। ২৯ দশমিক ২ ওভারে ১০৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সুবহানা মোস্তারি ২১ বলে ১৬ রানে আউট হন।

তবে এই মুহূর্তে দলকে জয়ের খুব কাছে নিয়ে গেছেন অধিনায়ক নিগার সুলতানা (৩৪*) ও স্বর্ণা আক্তার (১৯*)। এই মুহূর্তে দলের সংগ্রহ ৪০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান। জয়ের জন্য আর চাই ১৮ রান।


আরো সংবাদ



premium cement
‘ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে’ পদত্যাগ করলেন বিইআরসির নবনিযুক্ত সদস্য গিয়াস উদ্দিন বিদেশ গিয়ে ফিরে আসেননি ৪০ জনের বেশি চিকিৎসক: স্বাস্থ্য উপদেষ্টা ডিআরইউর নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে : উত্তর কোরিয়ার নেতা হাসপাতালে আসাদুজ্জামান নূর-তানভীরকে শিক্ষার্থীদের কিল-ঘুষি সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে ১৭ জনকে হত্যার অভিযোগ জাতীয় স্বার্থে আমরা ইস্পাত কঠিন ঐক্য চাই : ডা. শফিকুর রহমান ১৫ বছরের অনিয়ম-দুর্নীতি ৩-৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয় : অর্থ উপদেষ্টা ক্যাম্পাস সংস্কারে ১১০ দফা দাবি ইবি শিবিরের ন্যাটোর সদস্যপদ লাভের বিনিময়ে সংঘাত অবসানে প্রস্তুত ইউক্রেন

সকল