২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

- ছবি : নয়া দিগন্ত

এন্টিগা দুঃখ এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। কাটেনি সেই হারের তিক্ত রেশ। এর মধ্যেই আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।

শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।

প্রথম ম্যাচে বড় পরাজয়ের পর সিরিজ জয়ের সুযোগ আর নেই বাংলাদেশের। চাইলে দ্বিতীয় টেস্ট জিতে কেবল সমতা ফেরাতে পারে টাইগাররা। তবে সেই সুযোগ দিতে চায় না ওয়েস্ট ইন্ডিজ, ধবলধোলাই করতে প্রতিজ্ঞ তারা।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আগামীকাল থেকে। যেখানেও স্বাগতিকেরা ধরে রাখতে চায় জয়ের ধারা।

এই প্রসঙ্গে ক্যারিবীয় ব্যাটার জশুয়া ডা সিলভা বলেন, ‘জ্যামাইকায় আসতে সবসময়ই ভালো লাগে। সিরিজে এগিয়ে থেকে এখানে আসতে পারাটা দারুণ অনুভূতি। আমরা এখনো হাল ছাড়িনি, ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।’

ক্যারিবীয় পেসারদের প্রশংসা করে সিলভা বলেন, ‘রো পেইস, দারুণ ট্যালেন্ট। কেমার রোচের নেতৃত্বে ছেলেরা দারুণ বোলিং করছে। শামার, জায়ডেনের মতো নিউ কামাররা ভালো করছে অনেক। তাদের দারুণ গতি রয়েছে। আমরা ১৮ উইকেট তুলে নিয়েছি, দু’টি ইনিংসই ঘোষণা করেছি। আমরা সিরিজের দু’টি ম্যাচই জিততে মুখিয়ে আছি।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৫০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই সময় তরুণরা হাল ধরেন। যা ভালো লেগেছে সিলভার।

তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ৪৫০ রান করি, এটাই লক্ষ্য ছিল। দিনশেষে আমরা এভাবেই ধারাবাহিক হতে চাই।’

তিনি আরো বলেন, ‘দলে তরুণ অনেকে আছে যারা মিডল অর্ডারের হাল ধরছে। নিয়মিত ৩০০ রানের বেশি করে যেতে হবে, উইকেট যেমনই হোক। আমি এটা নিয়ে চিন্তিত নই, আমাদের ছেলেদের সেই সামর্থ্য আছে।’


আরো সংবাদ



premium cement
গুলামের প্রথম সেঞ্চুরিতে সিরিজ জিতলো পাকিস্তান রাঙ্গামাটিতে বৌদ্ধ তীর্থযাত্রীদের বাস উল্টে আহত ১৯ ইরানকে পারমাণবিক বোমা বানাতে দেবে না ইসরাইল : নেতানিয়াহু অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুরা আগের চেয়ে নিরাপদ মনে করেন রাঙ্গামাটিতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুতিন মিয়ানমারের এক মহাসড়কে ১০ মাসে দুর্ঘটনায় নিহত ৮২ সরকারের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. বদিউল ঈশ্বরগঞ্জে টিসিবির উধাও হওয়া সেই ডাল উদ্ধার গণতন্ত্রের জন্য দেয়া রক্তের সাথে বেঈমানি করা যাবে না : নজরুল ইসলাম ময়মনসিংহে কারখানার আগুন নিয়ন্ত্রণে

সকল