‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩১
যত দিন যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা আরো বাড়ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা সংস্থা আইসিসি-কে চিঠি লিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিলো, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ‘হাইব্রিড মডেল’ মানতে রাজি নয় তারা। শুক্রবারের বৈঠকে যেন এই বিষয়ে কোনো আলোচনা না হয়। ফলে পাকিস্তানে এই প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে জটিলতা আরো বাড়ছে।
‘হাইব্রিড মডেল’ অনুযায়ী, ভারত তাদের ম্যাচগুলো অন্য দেশে (সম্ভবত আমিরাতে) গিয়ে খেলবে। যেমনটা হয়েছিল গত এশিয়া কাপে। তবে পাকিস্তান ওই মডেল কিছুতেই মানতে রাজি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে শুক্রবার আপৎকালীন বৈঠক ডেকেছে আইসিসি। সেখানে পাকিস্তান জোরালোভাবে এর বিরোধিতা করতে পারে।
সংবাদ সংস্থাকে পিসিবি-র এক সূত্র বলেছেন, 'কয়েক ঘণ্টা আগেই আইসিসি-কে সরকারিভাবে হাইব্রিড মডেলের প্রসঙ্গ না তোলার কথা জানিয়ে দিয়েছে পিসিবি। শুরুর দিকে তারা রাজি ছিল। তবে এ কথাও জানিয়েছিল, যদি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা হয় এবং ভারত পাকিস্তানে না আসে, তা হলে ২০৩১ পর্যন্ত যে কয়েকটি আইসিসি-র প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে সবক’টায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।'
পাকিস্তান বোর্ডের দাবি, পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেটা তারা দেখেনি। আইসিসি-র নিয়ম অনুযায়ী সেটি দেখাতেই হয়। পাশাপাশি কারণ ব্যাখ্যা করে জানাতে হয় কেন সেই দেশ খেলতে যাবে না।
পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছেন সে দেশের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সমাজমাধ্যমে লিখেছেন, 'খেলাধুলার সাথে রাজনীতি মিলিয়ে দিয়ে ক্রিকেট খেলাটাকেই খাদের কিনারায় দাঁড় করিয়েছে ভারত। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবি-র যে অবস্থান তা আমি সমর্থন করি। ২৬/১১-র পর নিরাপত্তা নিয়ে সংশয় থাকা সত্ত্বেও পাকিস্তান পাঁচবার গিয়েছে ভারতে।'
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা