ইংলিশ পরীক্ষায় ৯৩ উইলিয়ামসনের, প্রথম দিনটা নিউজিল্যান্ডের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ নভেম্বর ২০২৪, ১৬:৩৬
কেন উইলিয়ামসনে ভর করে ক্রাইস্টচার্চে প্রথম দিনটা নিজেদের করে রাখল নিউজিল্যান্ড। চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেই চেনা ছন্দে এই কিউই ব্যাটার। যদিও দিনশেষে তার সঙ্গী শতক হাতছাড়া করার আক্ষেপ।
বুধবার রাতে মাঠে গড়ানো ক্রাইস্টচার্চ টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৯ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ৯৩ রানের ইনিংস খেলেছেন সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।
ভারতকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ড। এবার ইংলিশ পরীক্ষায় পাশ করতে পারলেই কেবল মিলবে সেই সুযোগ। সেই লক্ষ্যেই মাঠে নামে কিউইরা। যদিও টস ভাগ্য সায় দেয়নি।
সবুজ উইকেটে টস জিতে বোলিং নিতে দেরি করেননি বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়ক তাকিয়ে ছিলেন পেসারদের দিকে। তবে সব আলো কেড়ে নেন সোয়েব বশির। ক্রাইস্টচার্চে স্পিন ভেলকি দেখান তিনি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় কোনো স্পিনার হিসেবে এই মাঠে চার উইকেট শিকার তার।
এদিন শুরুতেই ডেভন কনওয়েকে (২)হারায় কিউইরা। তবে ধাক্কা সামালে নেন অধিনায়ক টম লাথাম ও কেন উইলিয়ামসন। দলীয় ৬২ রানে কার্সের বলে উইকেটের পেছনে ধরা পড়েন লাথাম। আউট হওয়ার আগে করেন ৫৪ বলে ৪৭ রান।
এরপর উইলিয়ামসন ও রাচিন রাবিন্দ্র মিলে যোগ করেন ৬৮ রান। রাচিন ৩৪ রান করে বশিরের শিকার হোন। এরপর ডেরিয়েল মিচেলের (১৯) সাথে ৬৯ রানের জুটি গড়ে হাঁটছিলেন ৩৩তম শতকের পথে। তবে মাত্র ৭ রান দূরে থাকতে অ্যাটকিনসনের শিকার হন তিনি।
এরপর টম ব্লান্ডেল (১৭) বশিরের ঘূর্ণিতে পরাস্ত হন। দ্রুত অভিষিক্ত নাথান স্মিথকে ৩ রানে ও ম্যাট হেনরিকে ১৮ রানে ফেরান বশির। ২৯৮ রানে ৮ উইকেট হারায় কিউইরা। তবে এখনো ইংল্যান্ডের গলার কাঁটা হয়ে আছেন গ্লেন ফিলিপস। ৫৮ বলে ৪১ রানে অপরাজিত তিনি, তার সঙ্গী টিম সাউদি ১০।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা