২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব

ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব - ছবি : সংগৃহীত

অলরাউন্ড পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। বৃথা গেছে তার সব চেষ্টা। তাতে আসরের পাঁচ ম্যাচে তৃতীয় হার দেখলো বাংলা টাইগার্স। এবার হার আজমান বোল্টসের কাছে।

আবু ধাবি টি-১০ লিগে এবারের আসর জোড়া হারে শুরু হয় বাংলা টাইগার্সের। তবে পরের দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফেরে দলটা। কিন্তু পঞ্চম ম্যাচে এসে ফের হোচট খেলো সাকিব বাহিনী।

সাকিব অবশ্য চেষ্টা করেছেন। বুধবার রাতে প্রতিপক্ষের একমাত্র উইকেটটা তিনিই নিয়েছেন। এরপর ব্যাট হাতে ৪ চার ও ১ ছক্কায় ১৯ বলে করেন ২৯* রান, যা দলের ব্যাটারদের মাঝে সর্বোচ্চ।

সাকিবের চেষ্টা ব্যর্থ হয় অ্যালেক্স হেলসের কাছে। টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই আজমানকে ৭৭ রান এনে দেন হেলস। শেভন ড্যানিয়েল আউট হন ২৭ রানে।

এরপর জিমি নিশামের সাথে আরো ৫৬ রান যোগ করেন হেলস। নিশাম ১৩ বলে ২০ ও হেলস অপরাজিত থাকেন ৩০ বলে সমান ছয়টি করে চার-ছক্কায় ৭৫ রানে। আজমান বোল্টস পায় ১ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ।

প্রথম ওভারে ৮ ও পরের ওভারে ৪ রান দেন সাকিব। সাথে একটা বলে ওয়াইডসহ ৪ হলে মোট ১৭ রানে ১ উইকেট নেন তিনি।

লক্ষ্য তাড়ায় সাকিব ছাড়া বাংলা টাইগার্সের শুরুর দিকের কেউ ৯ বলের বেশি টিকতে পারেননি। দলটি একপর্যায়ে ৭১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে। তবে ছয়ে নেমে সাকিব একাই চেষ্টা চালান।

তবে তার একক প্রচেষ্টা কাজে আসেনি। সাকিবের ১৯ বলে ২৯ রানের ইনিংস বাংলা টাইগার্সলে তিন অংক স্পর্শ করায় বটে, তবে শেষ পর্যন্ত তা শুধু হারের ব্যবধান কমিয়েছে।


আরো সংবাদ



premium cement
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ উজিরপুরে রিকশা ও ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক ৯ দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশের ডাক চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই

সকল