ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৭
অলরাউন্ড পারফরম্যান্স করেও দলকে জেতাতে পারলেন না সাকিব আল হাসান। বৃথা গেছে তার সব চেষ্টা। তাতে আসরের পাঁচ ম্যাচে তৃতীয় হার দেখলো বাংলা টাইগার্স। এবার হার আজমান বোল্টসের কাছে।
আবু ধাবি টি-১০ লিগে এবারের আসর জোড়া হারে শুরু হয় বাংলা টাইগার্সের। তবে পরের দুই ম্যাচ জিতে লড়াইয়ে ফেরে দলটা। কিন্তু পঞ্চম ম্যাচে এসে ফের হোচট খেলো সাকিব বাহিনী।
সাকিব অবশ্য চেষ্টা করেছেন। বুধবার রাতে প্রতিপক্ষের একমাত্র উইকেটটা তিনিই নিয়েছেন। এরপর ব্যাট হাতে ৪ চার ও ১ ছক্কায় ১৯ বলে করেন ২৯* রান, যা দলের ব্যাটারদের মাঝে সর্বোচ্চ।
সাকিবের চেষ্টা ব্যর্থ হয় অ্যালেক্স হেলসের কাছে। টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই আজমানকে ৭৭ রান এনে দেন হেলস। শেভন ড্যানিয়েল আউট হন ২৭ রানে।
এরপর জিমি নিশামের সাথে আরো ৫৬ রান যোগ করেন হেলস। নিশাম ১৩ বলে ২০ ও হেলস অপরাজিত থাকেন ৩০ বলে সমান ছয়টি করে চার-ছক্কায় ৭৫ রানে। আজমান বোল্টস পায় ১ উইকেটে ১৩৩ রানের সংগ্রহ।
প্রথম ওভারে ৮ ও পরের ওভারে ৪ রান দেন সাকিব। সাথে একটা বলে ওয়াইডসহ ৪ হলে মোট ১৭ রানে ১ উইকেট নেন তিনি।
লক্ষ্য তাড়ায় সাকিব ছাড়া বাংলা টাইগার্সের শুরুর দিকের কেউ ৯ বলের বেশি টিকতে পারেননি। দলটি একপর্যায়ে ৭১ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে। তবে ছয়ে নেমে সাকিব একাই চেষ্টা চালান।
তবে তার একক প্রচেষ্টা কাজে আসেনি। সাকিবের ১৯ বলে ২৯ রানের ইনিংস বাংলা টাইগার্সলে তিন অংক স্পর্শ করায় বটে, তবে শেষ পর্যন্ত তা শুধু হারের ব্যবধান কমিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা