যে কারণে আইপিএলকে না বললেন স্টোকস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ নভেম্বর ২০২৪, ২৩:০৩
অতি সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম শেষ হলো। এরই মধ্যে নিজেদের স্কোয়াড সাজিয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি।
তবে আইপিএলে বরাবরই হট কেক থাকেন বেন স্টোকস। এবারের আসরে নেই এই তারকা ক্রিকেটার। কেন নেই তিনি। নিজেই জানালেন ইংলিশ অলরাউন্ডার।
বেন স্টোকস ক্রিকইনফোকে বলেন, ‘আইপিএলের জন্য মেগা নিলামে নামই দেননি তিনি। আর মেগা নিলামে নাম না দেয়ায় আইপিএলের আগামী তিন আসরে খেলতে পারবেন না তিনি।’
আইপিএলে স্টোকসের না খেলার বড় কারণ জাতীয় দলকে বেশি গুরুত্ব দেয়া। তার মতে, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার চেয়ে জাতীয় দলে বেশি দিন খেলতে পারাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
স্টোকস বলেছেন, ‘এত বেশি ক্রিকেট আছে সামনে…। এটা আড়াল করার কোনো ব্যাপার নয় যে আমি ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছি। অবশ্যই চাই, যতদিন সম্ভব খেলে যেতে। এর জন্য গুরুত্বপূর্ণ হলো নিজের শরীর দেখভাল করা ও নিজের খেয়াল রাখা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা