২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের - ছবি : সংগৃহীত

ওপেনার সাইম আইয়ুবের ঝড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

এই নিয়ে পঞ্চমবার নিজেদের ওয়ানডে ইতিহাসে এবং জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বার ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতলো পাকিস্তান। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে হারারেতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছিলো জিম্বাবুয়ে। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে একই ভেন্যুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পাকিস্তানের চার স্পিনার আবরার আহমেদ, সালমান আঘা, আইয়ুব ও ফয়সাল আকরামের স্পিন ঘূর্ণির সামনে ৩২.৩ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সবগুলো উইকেটই নিয়েছেন পাকিস্তানের চার স্পিনার। প্রথম ওয়ানডেতে ২০৫ রান করেছিলো জিম্বাবুয়ে।

দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে ডিওন মায়ার্স ৩৩, সিন উইলিয়ামস ৩১ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১৮ রান করেন। পাকিস্তানের আবরার ৪টি, সালমান ৩টি, সাইম-ফয়সাল ১টি করে উইকেট নেন।

জবাবে আইয়ুবের ব্যাটিং তান্ডবে ১৮.২ ওভারে বিনা উইকেটে জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান। ৫৩ বলে ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেন আইয়ুব। ১৭টি চার ও ৩টি ছক্কায় ৬২ বলে অনবদ্য ১১৩ রান করেন আইয়ুব। ৪টি চারে ৩২ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক।

একই ভেন্যুতে আগামী ২৮ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।

 


আরো সংবাদ



premium cement
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনজীবী আলিফের জানাজায় হাসনাত-সারজিস জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা : খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা জানা যাচ্ছে আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা

সকল