২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের এক নম্বরে ভারত!

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফের এক নম্বরে ভারত! - ছবি : সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হারের পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দু'নম্বরে নেমে গিয়েছিল। তবে পার্থ টেস্ট জয়ের পর ভারত আবার শীর্ষস্থানে পৌঁছে গেল।

বাংলাদেশের বিপক্ষে টানা দুটি টেস্টে জয়ের পর তিন টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে পারথ টেস্ট জিতে আবার ফাইনালে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখল টিম ইন্ডিয়া।

এই নিয়ে ভারত চলতি সাইকেলে নবম জয় পেল। ভারতের পয়েন্ট শতাংশ ৬০ থেকে বেড়ে দাঁড়াল ৬১.১১-এ। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৬২.৫ থেকে নেমে গেল ৫৭.৬৯-এ। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার থেকে সামান্য (৫৫.৫৬) মাত্র এগিয়ে।

নিজেদের শর্তে টেস্টের ফাইনালে পৌঁছতে হলে ভারতকে বর্ডার গাভাসকার টেস্টের বাকি চারটি ম্যাচেই জয় পেতে হবে। একটি টেস্ট হারলেই চলে আসবে সমীকরণের অঙ্ক। ভারত-অস্ট্রেলিয়া পরবর্তী টেস্টে নামবে এডিলেডে ৬ ডিসেম্বর। গোলাপি বলে দিন-রাতের টেস্টে নামবে দু'দল।


বর্ডার গাভাসকার ট্রফি সূচি

২য় টেস্ট : অ্যাডিলেড (সকাল ৯.৩০ ভারতীয় সময়) ৬-১০ ডিসেম্বর

৩য় টেস্ট : ব্রিসবেন, ১৪-১৮ ডিসেম্বর

৪র্থ টেস্ট : মেলবোর্ন, ডিসেম্বর ২৬-৩০

৫ম টেস্ট : সিডনি, জানুয়ারি ৩-৭।


আরো সংবাদ



premium cement