২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাকিব-মোস্তাফিজদের আইপিএল ভাগ্য নির্ধারণ আজ

সাকিব-মোস্তাফিজদের আইপিএল ভাগ্য নির্ধারণ আজ - ছবি : সংগৃহীত

সাকিব-মোস্তাফিজদের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে আজ সোমবার।
মেগা নিলামের প্রথম দিনে কোনো বাংলাদেশীর নাম না এলেও দ্বিতীয় দিনে আলোচনায় আসতে পারে তাদের নাম। দলগুলোর নজরে থাকতে পারেন বাংলাদেশীরা।

জেদ্দায় চলছে আইপিএলের মেগা নিলাম। দু'দিনব্যাপী চলা এই মেগা নিলামে নাম লিখিয়েছেন মোট ৫৭৭ জন ক্রিকেটার। এর মধ্যে রোববার কেবল উঠানো হয়েছে ৮৪ জন ক্রিকেটারকে। যেখানে ছিলো না কোনো বাংলাদেশী।

বাংলাদেশ থেকে আছেন ১২ জন। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের। তার নিলাম শুরু হবে দু'কোটি রুপি থেকে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের ভিত্তিমূল্য এক কোটি রূপি।

এছাড়া রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও লিটন দাসের দর-দাম শুরু হবে ৭৫ লাখ থেকে।

যেখানে দল পাবার সবচেয়ে বেশি সম্ভাবনা মোস্তাফিজুর রহমানের। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। বল হাতেও পারফরম্যান্স ছিলো উজ্জ্বল। তবে এবার চেন্নাই তাকে ছাড়াই সাজিয়েছে পরিকল্পনা। ফলে ফের দল পরিবর্তন হতে পারে তার।

সাকিব আল হাসান আইপিএলের পরিচিত মুখ। যদিও খেলেননি শেষ তিন আসরে। তবে এবার আইপিএলে ফিরতে মুখিয়ে তিনি। সাবেক নম্বর ওয়ান এই অলরাউন্ডারেরও ঠিকানা হতে পারে নতুন কোনো দল।

আইপিএলে এখনো খেলার সৌভাগ্য হয়নি তাসকিনের। দুই-দুইবার ডাক আসলেও যাওয়া হয়নি দেশের দায়িত্ব থাকায়৷ তবে এবার এই পেসারের দল পাবার আছে জোর সম্ভাবনা। যদিও তার জন্য নিলাম শেষ হওয়া পর্যন্ত করতে হবে অপেক্ষা।

এদিকে প্রথম দিনে কোনো দল ডাকেনি ডেভিড ওয়ার্নারকে। একটা সময়ের আইপিএল কাঁপানো এই অজি ব্যাটারে আগ্রহ দেখায়নি কেউ৷ দল পাননি ইংলিশ উইকেট কিপার ব্যাটার জনি বেয়ারেস্টোও।

প্রথম দিনের নিলামে সর্বোচ্চ ২৭ কোটি রুপিতে বিক্রি হয়ে ইতিহাস গড়েছেন রিশাভ পান্ত। তাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৭৫ লাখ রুপি দাম পেয়েছেন শ্রেয়াস আইয়ার।


আরো সংবাদ



premium cement
ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন ছাতকে সরকারি নলকূপ আ’লীগ নেতাদের ঘরে

সকল