২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের

প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের - ছবি : সংগৃহীত

নিয়মিত একাদশের অনেককে বাহিরে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। তবে শুরুতেই ধাক্কা খেয়েছে মোহাম্মাদ রিজওয়ানরা। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের সামনে।

বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হয় পাকিস্তান। যেখানে বৃষ্টি আইনে ৮০ রানের জয় পায় জিম্বাবুয়ে। তাতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা।

শনিবার টসে হেরে আগে ব্যাট করে ৪০ দশমিক ২ ওভারে ২০৫ রান তুলে জিম্বাবুয়ে। জবাবে ২১ ওভারে ৬ উইকেটে ৬০ রান তুলতে পারে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। তাতে বৃষ্টি আইনের সহায়তা নিতে হয় আম্পায়ারকে।

ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালোই পেয়েছিল জিম্বাবুয়ে। মারুমানি ও জয়লর্ড গাম্বে মিলে ৪০ রান তুলেন ৫ দশমিক ৪ ওভারে। গাম্বে (১৫) রান আউট হয়ে ফিরলে ভাঙে জুটি। তবে এরপর দিওন মায়ার্স ও ক্রেইগ আরভিন দ্রুত ফিরেন।

মারুমানিও ইনিংস বড় করতে পারেননি। ২৯ রানে থামেন এই ব্যাটার। শন উইলিয়ামস (২৩) ও ব্রায়ান বেনেট ফেরেন ২০ রানে। এরপর ব্রেন্ডন মাভাতা ১ রানে ফিরলে ২৫ দশমিক ৪ ওভারে ১২৫ রানে ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।

যখন দেড় শ’ রানের আগে গুটিয়ে যাবার শঙ্কা দেখা দেয়, তখন সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা মিলে দলকে টানেন। দু'জনে গড়েন ৬৯ বলে ৬২ রানের জুটি। সিকান্দার রাজা ফেরেন ৩৯ রানে।

এনগারাভা ফেরেন শেষ ব্যাটার হিসেবে ৫২ বলে ৪৮ রানে। তাতে ৪০ দশমিক ২ ওভারে ২০৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফয়সাল আকরাম ও আগা সালমান নেন সমাম ৩টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। ২ দশমিক ৫ ওভারে আব্দুল্লাহ শফিক ফেরেন ১ রানে। ১১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। সাইম আইয়ুব ফেরেন ব্যক্তিগত ১১ রানে। ১৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান।

এরপর কামরান গুলাম ও অধিনায়ক রিজওয়ান মিলে ৪৫ বলে ২৩ রান যোগ করলেও বিপদ কাটাতে পারেননি। কামরান ফেরেন ১৭ রানে। ৪০ রানে তৃতীয় উইকেটের পতন হয়। এরপর ১৮ রান তুলতেই আরো ৩ উইকেট হারায় পাকিস্তান।

আগা সালমান ৪, হাসিবুল্লাহ ০ ও ইমরান নিয়াজি আউট হন ৭ রানে। তাতে ৫৮ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। এরপর আর ২ রান যোগ হতেই নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পরও খেলা আর মাঠে গড়ায়নি। ১৯ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

ব্লেসিং মুজরাবানি, শেন উইলিয়ামস ও সিকান্দার রাজা নেন সমান ২টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement
ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত

সকল