২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত

পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত - ছবি : সংগৃহীত

পার্থ টেস্টে তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। ম্যাচের পুরো নিয়ন্ত্রণ বুমরাহর দলের হাতে। বিপরীতে ঘরের মাঠে লেজেগোবরে অবস্থা অস্ট্রেলিয়ার। ভারতের দাপটে চোখে সর্ষেফুল দেখছে তারা।

পার্থ টেস্টে জয় অনেকটাই অসম্ভব অজিদের জন্যে। তৃতীয় দিন শেষে ৫২২ রানে পিছিয়ে তারা, হাতে আছে ৭ উইকেট। এমতাবস্থা থেকে জিততে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে স্বাগতিকদের।

বিনা উইকেটে ১৭২ রান নিয়ে পার্থ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। প্রথম ইনিংস থেকে ৪৬ রানের লিড থাকায় এগিয়ে ছিল ২১৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৭৮ রান নিয়ে ইনিংস ঘোষণা করায় ভারতের পুঁজি বেড়ে দাঁড়ায় ৫৩৪ রানে।

যা তাড়া করতে নেমে আবার হোচট খেয়েছে অজিরা। প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে গুটিয়ে যাওয়া স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংসেও বুমরাহর তোপে মাত্র ১২ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট।

নাথান ম্যাকসুয়েনকে বুমরাহ ফেরান রানের খাতা খোলার আগেই। নাইট ওয়াচম্যান হিসেবে প্যাট কামিন্স আগেভাগে এলেও ৮ বলে ২ করে সিরাজের শিকার হন তিনি। আর ৪ দশমিক ২ ওভারে মার্নাস লাবুশেনেকেও (৩) ফেরান বুমরাহ।

দিনের শুরুতে ব্যাট করতে নেমে আগের দিনের ধারাবাহিকতা ধরে রাখেন যশস্বি জয়সাওয়াল। ৯০ রানকে শতকে পৌঁছাতে সময় নেননি। লোকেশ রাহুলের সাথে তার জুটি পেরোয় দুই শ’ রানের গণ্ডি। রাহুলকে ৭৭ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টার্ক।

এরপর দেবদূত পাডিকেলের সাথে যোগ করেন আরো ৭৪ রান। পাডিকেল ফেরেন ২৫ রান করে। চার নম্বরে নামা বিরাট কোহলির সাথে তার জুটি অবশ্য জমে উঠেনি। নিজেই ফেরেন ২৯৭ বলে ১৬১ রানে।

রিশাভ পান্ত, দ্রুব জুড়েল পারেননি কোহলিকে সঙ্গ দিতে। ২ উইকেটে ৩১৩ থেকে ৩২১ হয় ৫ উইকেটে। তবে মোমেন্টাম নষ্ট হতে দেননি বিরাট কোহলি। প্রথমে ওয়াশিংটন সুন্দরের সাথে ৮৯ ও পরে নুকুল কুমারের সাথে যোগ করেন আরো ৭৭ রান।

সুন্দর ২৯ রানে ফিরে গেলেও শতক তুলে নেন বিরাট কোহলি। তাতে কাটলো হাহাকার, দীর্ঘ ১৬ মাসের অপেক্ষার পর সাদা পোশাকে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তাতে অনন্য এক রেকর্ডও গড়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড দখলে নিয়েছেন কোহলি। ১৪৩ বল মোকাবেলায় ১০০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। সাথে ছিলেন নুকুল কুমার ৩৮*। নাথান লায়ন নেন জোড়া উইকেট।


আরো সংবাদ



premium cement