২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হতাশা বাড়ছে বাংলাদেশের, দেখা নেই উইকেটের

হতাশা বাড়ছে বাংলাদেশের, দেখা নেই উইকেটের - ছবি : সংগৃহীত

দিনের শুরুতে ভালো কিছুর আবার দিলেও সময়ের সাথে সাথে ক্রমশ বাড়ছে হতাশা। বড় হচ্ছে জুটি, বাড়ছে রান। চার শ'র পথে হাঁটছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে চিন্তা বাড়ছে বাংলাদেশ দলে।

এন্টিগা টেস্টের দ্বিতীয় দিনে শনিবার প্রথম ঘণ্টাতেই দুই উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। জোড়া উইকেট নিয়ে ক্যারিবীয়দের কাঁপিয়ে দেন হাসান মাহমুদ।

আগের দিনের সাথে মাত্র ৩ রান যোগ হতেই প্রথম উপলক্ষ পায় টাইগাররা। জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হাসান। ১৪ রান করে ফেরেন তিনি। পরের ওভারে ফেরান আলজারি জোসেফকে (৪)।

নতুন দিনে ১১ রান যোগ হতেই জোড়া উইকেট তুলে নিয়ে আত্মবিশ্বাস পেয়ে যায় বাংলাদেশ। তবে সেই বিশ্বাস এখন রূপ নিয়েছে হতাশায়। শুরুর ধাক্কা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন কেমার রোচ ও গ্রেভস।

২৬১ রানে ৭ উইকেট হারানোর পর দেখে-শুনে খেলতে থাকেন দু'জনে। তাদের প্রতিরোধে তিন শ' পেরিয়ে এখন চার শ’র পথে স্বাগতিকেরা। জাস্টিন গ্রিভস ছুটছেন শতকের লক্ষ্যে। রোচের সাথে জুটি পেরিয়েছে শতরান।

এই মুহূর্তে ১২৪ ওভার শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩৭০ রান। গ্রিভস ১৪৩ বলে ৮৩ ও কেমার রোচ ধৈর্যের পরীক্ষা দিয়ে করেছেন ১১৮ বলে ৩১ রান।

এর আগে এন্টিগা টেস্টের প্রথম দিনে শুক্রবার ৮৪ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজ তুলে ৫ উইকেটে ২৫০ রান। যদিও আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছে ছয় ওভার আগেই। জোড়া উইকেট নেন তাসকিন আহমেদ।


আরো সংবাদ



premium cement