হাসানের জোড়া উইকেটের পরও ৩০০ পার করলো ওয়েস্ট ইন্ডিজ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০২৪, ২২:৫৫, আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ০০:০৬
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের জোড়া উইকেট শিকারের পরও জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে ৩০০ রান ছাড়িয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেটে ৩৩৬ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে ক্যারিবীয়রা।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের পঞ্চম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। ডা সিলভাকে ১৪ রানে লেগ বিফোর আউট করেন তিনি। এই শিকার দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হাসান।
টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন হাসান। এতে ভেঙে গেছে পেসার শাহাদাত হোসেনের রেকর্ড। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত। আর এ বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর ১৩ ইনিংসে ২৪ উইকেট নিয়েছেন হাসান।
দিনের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান হাসান। গালিতে জাকির হাসানের দারুণ ক্যাচে ৪ রান নিয়ে সাজঘরে ফেরেন আলজারি জোসেফ।
২৬১ রানে সপ্তম উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন গ্রেভস ও কেমার রোচ। ১৪২ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান তারা। ২টি চারে গ্রেভস ৬৩ ও রোচ ১৯ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের তাসকিন ৬০ রানে ও হাসান ৭৫ রানে ২টি করে এবং তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা