দিনের শুরুতে স্বস্তি এনে দিলেন হাসান মাহমুদ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০২৪, ২১:২৩, আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ২২:৫৯
দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চেপে ধরেছে বাংলাদেশ। জোড়া উইকেট নিয়ে ক্যারিবীয়দের কাঁপিয়ে দেন হাসান মাহমুদ। তাতে ২৫০/৫ থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৬১/৭।
আগের দিনের সাথে মাত্র ৩ রান যোগ হতেই প্রথম উপলক্ষ পায় টাইগাররা। জশুয়া ডি সিলভাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হাসান। ২৩ বলে ১৪ রান করে ফেরেন তিনি।
পরের ওভারে এসে ফের আঘাত আনেন হাসান। এবার তার শিকার আলজারি জোসেফ (৪)। তাতে দিনের শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যায় বাংলাদেশ।
এন্টিগা টেস্টের প্রথম দিনে শুক্রবার ৮৪ ওভার খেলে ওয়েস্ট ইন্ডিজ তুলে ৫ উইকেটে ২৫০ রান। যদিও আলোকস্বল্পতায় খেলা শেষ হয় ছয় ওভার আগেই। জোড়া উইকেট নেন তাসকিন আহমেদ।
জাস্টিন গ্রিভস ও জশুয়া ডি সিলভা শুরু করেন দিন। সিলভা ফিরলেও গ্রিভস আছেন এখনো মাঠে। ৬৬ বলে ৩১ রানে ব্যাট করছেন তিনি। ৩৩ বলে ১২ রানে আছেন কেমার রোচ।
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯৭ ওভারে ৭ উইকেটে ২৯১ রান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা