২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের

জয়সাওয়ালের রেকর্ড ছক্কার দিনে পার্থে দাপট ভারতের - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারত টেস্টের দ্বিতীয় দিনেই যেন মুদ্রার উল্টো রূপ দেখালো ভারত। আগের দিন যেখানে দেড় শ’তেই গুটিয়ে গিয়েছিল। আজ সেখানে দেড় শ' পেরিয়ে গেছে কোনো উইকেট না হারিয়েই। পার্থ টেস্টর নিয়ন্ত্রণও অনেকটা নিয়ে নিয়েছে সফরকারীরা।

শনিবার ৭ উইকেটে ৬৭ রান নিয়ে পার্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কোনো রকমে তিন অংকের ঘরে পৌঁছালেও অল আউট হয় মাত্র ১০৪ রানে। প্রথম ইনিংসে ১৫০ রান করায় ভারত লিড পায় ৪৬ রানের।

লিড নিয়ে আবারো ব্যাট করতে নেমে আসল রূপ দেখাচ্ছে ভারত। দাপট ধরে রেখে বিনা উইকেটে ১৭২ রান তুলে দিন শেষ করেছে তারা। সব মিলিয়ে সফরকারীরা লিড নিয়েছে ২১৮ রানের।

ভারতকে পথ দেখাচ্ছেন যশস্বি জয়সাওয়াল। প্রথমবার অস্ট্রেলিয়ায় সাদা পোশাকে খেলতে নেমে রানের খাতাই খুলতে পারেননি, প্রথম ইনিংসে ফেরেন ০ রানে। দ্বিতীয় ইনিংসে যেন তার বদলা নিচ্ছেন এই ভারতীয়, সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে শেষ করেছেন দিন।

যশস্বী জয়সওয়াল ১৯৩ বলে ৯০ রানে অপরাজিত আছেন। এই রান করতে গিয়ে দুটো ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাতেই যশস্বী গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড। এক পঞ্জিকাবর্ষে টেস্টে সর্বোচ্চ ছক্কা মারা ক্রিকেটার এখন তিনি।

২০১৪ সালে ৩৩টি ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। আজ জোড়া ছক্কায় সেই রেকর্ড ভেঙে ৩৪ ছক্কায় পৌঁছেছেন যশস্বি। ১২ টেস্টে এই কীর্তি গড়লেন তিনি।

জয়সাওয়ালের সাথে দারুণ সঙ্গ দিচ্ছেন লোকেশ রাহুল। ১৫৩ বলে ৬২ রানে অপরাজিত আছেন তিনি।

এর আগে পার্থে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন অ্যালেক্স ক্যারি ও স্টার্ক। তবে দিনের সপ্তম ডেলিভারিতেই ক্যারিকে ফেরান বুমরাহ। ২১ রান আসে তার ব্যাটে।

নাথান লায়ন (৫) এসে খুব বেশিক্ষণ টিকতে পারেননি। তবে ৭৯ রানে ৯ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন স্টার্ক ও জশ হেজেলউড। দ্রুত রান তুলতে না পারলেও ভারতের অপেক্ষা বাড়াচ্ছিলেন তারা ‍দু’জন।

হেজেলউডকে সাথে নিয়ে ভারতের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ৮৩ পার করে লজ্জা এড়ান স্টার্ক। ৫১ দশমিক ২ ওভারে হার্শিত মিচেল স্টার্ককে ফেরালে শেষ হয় অজিদের ইনিংস। ১১২ বলে ২৬ করে আউট হন স্টার্ক।

বুমরাহ ৫, হার্শিত ৩ ও সিরাজ নিয়েছেন দুটি উইকেট।


আরো সংবাদ



premium cement
প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে : উপদেষ্টা ফরিদা আবদুল কাদের মোল্লার ফাঁসি কেন ভোলা উচিত নয় কপ-২৯ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র বিতর্ক নরসিংদীতে পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আড়াইহাজারে অটোরিকশার বেপরোয়া গতিতে গৃহবধূর মৃত্যু মহারাষ্ট্রে জয়ের পথে এনডিএ রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা

সকল