২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রান আউটে ভাঙলো বিপজ্জনক হয়ে উঠা জুটি

রান আউটে ভাঙলো বিপজ্জনক হয়ে উঠা জুটি - ছবি : সংগৃহীত

গলার কাঁটা দূর হলো। ভাঙলো বিপজ্জনক হয়ে উঠা ৫৯ রানের জুটি। কাভেম হজ ফিরলেন রান আউট হয়ে। ৩৭ দশমিক ৩ ওভারে ৮৪ রানে তৃতীয় উইকেটের দেখা পেল বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অ্যান্টিগায় শুক্রবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সাদা পোশাকে নেতৃত্বের অভিষেকেই টস জিতেন মেহেদী মিরাজ। টাইগার দলপতি নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

শুরু থেকেই টাইগার বোলারদের দেখে-শুনে খেলেন স্বাগতিক ব্যাটাররা। প্রথম ১৩ ওভার পর্যন্ত লাল সবুজদের কোনো সুযোগই দেয়নি তারা। শেষমেশ ১৪তম ওভারে এসে প্রথম উপলক্ষ পায় বাংলাদেশ, উইকেট এনে দেন তাসকিন।

এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান ক্রেইগ ব্রাথওয়েটকে। ৩৮ বলে ৪ রানে ফেরেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। আর কোনো রান যোগ হবার আগেই ফের আঘাত আনেন তাসকিন।

১৬তম ওভারে এসে ফেরান ক্যাসি কার্থিকে। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ক্যাসি। ২৫ রানেই জোড়া উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। ৫১ রানে ২ উইকেট নিয়ে মধ্যাহ্নভোজে যায় তারা।

মিকায়েল লুইস ও হজের জুটি বেশ জমে উঠে। ধীরে-সুস্থে দেখে-শুনে খেলছিলেন দু'জনে। ফিফটি তুলে নেন লুইস। যখন মনে হচ্ছিল হয়তো বিপজ্জনক হয়ে উঠতে পারে এই জুটি, তখনই রান আউট হয়ে ফেরেন হজ (২৫)।

তবে এখনো মাঠে আছেন লুইস। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করছেন ১২৭ বলে ৫৪ রানে। এই মুহূর্তে তাদের সংগ্রহ ৪১ ওভার শেষে ৩ উইকেটে ৮৬।


আরো সংবাদ



premium cement