২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের

টানা দু’ ওভারে দু’ উইকেট শিকার করেছেন টাইগার পেসার তাসকিন - ছবি : নয়া দিগন্ত

টস জিতে বোলিং নেয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দৃঢ়তায় উইকেট পাচ্ছিল না। তবে চমক দিয়ে টানা দু’ ওভারে দু’ উইকেট শিকার করেছেন টাইগার পেসার তাসকিন।

শুক্রবার (২২ নভেম্বর) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১৪তম ওভারে এ সফলতার দেখা পান তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের শিবিরে প্রথম আঘাত হানলেন তিনি। তুলে নিলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটকে। উইন্ডিজ অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এ টাইগার পেসার।

তাসকিনের জোরালো আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিলেও রিভিউ নেন ব্রাথওয়েট। তাতে কোনো লাভ হয়নি। ডিআরএস কথা বলেছে বাংলাদেশের পক্ষেই। ৩৮ বলে চার রান করে সাজঘরে ফেরত যান ব্রাথওয়েট। দলীয় রান তখন ২৫।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার কেসি কার্টিতেও তুলে নেন তাসকিন। আট বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এ ক্যারিবিয়ান ব্যাটার। দলীয় স্কোরকার্ডে কোনো রান যোগ না করেই দু’ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৬ ওভারের খেলা শেষে দু’ উইকেটে ৩১ রান। মাইকেল লুইস ২৫ ও কাভিম হজ অপরাজিত আছেন দু’ রানে।

উলেখ্য, আজ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।


আরো সংবাদ



premium cement
এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ

সকল