ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ২০:০৩, আপডেট: ২২ নভেম্বর ২০২৪, ২৩:১০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায়। ইতোমধ্যে হয়েছে টস।
এন্টিগায় টসে জিতেছেন মেহেদী মিরাজ। প্রথমবারের মতো সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই অলরাউন্ডার। অভিষেকে টসে জিতে নিয়েছেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
এন্টিগা বাংলাদেশ দলের এক দুঃসহ স্মৃতির নাম। এই মাঠে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে হেরেছে সবগুলোতেই। এমনকি এখানে কখনো প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হবার রেকর্ডও এখানেই।
এদিকে বাংলাদেশ দলের সময়টাও ভালো যাচ্ছে না তেমন। শেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে জয় মাত্র ১টা। শেষ চার টেস্টে হেরেছে সবগুলোতেই। ফলে এই ম্যাচটা খুব কঠিন হবে লিটন-মিরাজদের।
অ্যান্টিগার মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে ২ স্পিনার এবং ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পিন ডিপার্টমেন্টে আছেন বাঁহাতি তাইজুল ইসলাম।
পেস ডিপার্টমেন্টে তাসকিন আহমেদের সাথে আছেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্মে থাকলেও একাদশে জায়গা হয়নি নাহিদ রানার।
বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা