২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায়। ইতোমধ্যে হয়েছে টস।

এন্টিগায় টসে জিতেছেন মেহেদী মিরাজ। প্রথমবারের মতো সাদা পোশাকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এই অলরাউন্ডার। অভিষেকে টসে জিতে নিয়েছেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

এন্টিগা বাংলাদেশ দলের এক দুঃসহ স্মৃতির নাম। এই মাঠে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে হেরেছে সবগুলোতেই। এমনকি এখানে কখনো প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হবার রেকর্ডও এখানেই।

এদিকে বাংলাদেশ দলের সময়টাও ভালো যাচ্ছে না তেমন। শেষ ১০ আন্তর্জাতিক ম্যাচে জয় মাত্র ১টা। শেষ চার টেস্টে হেরেছে সবগুলোতেই। ফলে এই ম্যাচটা খুব কঠিন হবে লিটন-মিরাজদের।

অ্যান্টিগার মেঘলা আবহাওয়ার কথা মাথায় রেখে ২ স্পিনার এবং ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পিন ডিপার্টমেন্টে আছেন বাঁহাতি তাইজুল ইসলাম।

পেস ডিপার্টমেন্টে তাসকিন আহমেদের সাথে আছেন হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। দুর্দান্ত ফর্মে থাকলেও একাদশে জায়গা হয়নি নাহিদ রানার।

বাংলাদেশের একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল