ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ভাঙল ৭২ বছরের রেকর্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ১৭:০৩
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পার্থে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই মোট ১৭টি উইকেট পড়েছে। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের প্রথম দিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ডও এটি।
শুক্রবার (২২ নভেম্বর) ভারত টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি। জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের তোপে দুই সেশনের আগেই অলআউট হয়েছে ভারতীয়রা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন ৮ নম্বরে নামা নিতিশ কুমার রেড্ডি।
নিতিশ এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেলেও টেইলেন্ডারের কেউই তাকে সঙ্গ দিতে পারছিলেন না। বুমরাহ ও হারশিত আউট হন আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে। শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করেন নিতিশও। আর সেটা করতে গিয়েই কামিন্সের বলে ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে। ১৫০ রানে থামে ভারতের ইনিংস।
অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক, কামিন্স এবং মার্শ।
ভারতের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তোলে। অজিরা ২৭ ওভার ব্যাট করে। অর্থাৎ, প্রথম ইনিংসের নিরিখে এখনো ৮৩ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। হাতে রয়েছে মোটে ৩টি উইকেট।
ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। ২৮ বলে ১৯ রান করে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি। ১৪ বলে ৬ রান করে ব্যাট করছেন মিচেল স্টার্ক।
বুমরাহ ১০ ওভারে ১৭ রান খরচ করে ৪টি উইকেট নিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে পার্থ টেস্টের প্রথম দিনে পড়েছে মোট ১৭টি উইকেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা