চ্যাম্পিয়ন্স ট্রফি : দল পাঠাতে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান!
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে নিজেদের অবস্থান আরো দৃঢ় করেছে পাকিস্তান। দল পাঠানো নিয়ে ভারত যাই বলুক না কেন, আয়োজক দেশ হিসেবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলেছে পিসিবি। বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের নতুন এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার পর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি?
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে তারা খেলবে না। ভারতের মতে, ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে উগ্রবাদীরা। অন্যদিকে নিজের অবস্থানে অনড় পাকিস্তানও। সে দেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ পাকিস্তান।
তার মধ্যেই আচমকা জল্পনা ছড়ায়, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার জন্য পাকিস্তান বোর্ডের সাথে নাকি লাগাতার আলোচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা সংস্থা আইসিসি। অবশ্য ভারতের দাবি মেনে আইসিসি যদি হাইব্রিড মডেলে সায় দেয় তাহলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করবে বলেও জল্পনা ছিল। তাতে ক্ষিপ্ত হয়ে আইসিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেয় টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলো। কারণ পাকিস্তান নাম প্রত্যাহার করলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ থাকবে না। তার জেরে আর্থিক ক্ষতি হতে পারে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাগুলোর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা