শিগগিরই দলে ফিরছেন সাকিব!
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২৪, ২০:০০
বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে মাঠে নামার অপেক্ষায়, সাকিব আল হাসান তখন ঘাম ঝরাচ্ছেন আবুধাবিতে। তাতেই দৃশ্যমান এই অলরাউন্ডার এখন আর জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ নয়। তাদের মাঝে এখন বেশ দূরত্ব।
এই দূরত্ব কি কখনো ঘোচবে নাকি, এমন করেই ফুরোবে লাল-সবুজের জার্সিতে সাকিবের অধ্যায়? প্রশ্নটা প্রায়ই ঘুরপাক খায় সমর্থকদের মনে। ফিরলে কবে ফিরবেন, তা নিয়েও আছে কত কথা। তবে এবার সব আলোচনার পরিসমাপ্তি ঘটালেন সাকিব।
বুধবার আবুধাবি টি-টেন লিগের ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিলো ‘প্রেস মিট’। সেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব। সেখানে নিজেই জানান সহসাই ফিরছেন তিনি।
সেখানে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব?’ জবাবে টাইগার অলরাউন্ডার খুব ছোট শব্দে দিয়েছেন উত্তর। বলেন, ‘এই টুর্নামেন্টের পরেই।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বর-অক্টোবরে সবশেষ জাতীয় দলের জার্সিতে দেখা যায় সাকিবকে। ভারতের মাটিতে কানপুর টেস্টের আগে ইচ্ছেপোষণ করেছিলেন ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ইতি টানবেন।
কিন্তু নিরাপত্তা শঙ্কায় দেশে আসা হয়নি তার। খেলা হয়নি দেশের মাটিতে। ফলে অনাকাঙ্ক্ষিতভাবে শেষ হয় তার টেস্ট অধ্যায়। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে বিদায় নেন সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার।
দুই ফরম্যাট থেকে বিদায়ের পর কেবল ওয়ানডের দরজা খোলা ছিল সাকিব আল হাসানের জন্যে। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখা যায়নি তাকে। ফলে প্রশ্ন উঠে জাতীয় দলে ফের তার ফেরা নিয়ে।
তবে সব শঙ্কা কাটিয়ে তার বক্তব্য অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ সফরেই ফিরছেন সাকিব। ৮ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ২ ডিসেম্বর টি-টেনের চলতি আসর শেষ হওয়ায়, জাতীয় দলের যোগ দিতে কোনো সমস্যা হবে না সাকিবের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা