শ্রীলংকা সফরের জন্য অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০২৪, ২২:৩৪
আসন্ন শ্রীলংকা সফরের জন্য ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৭ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্ট্যান্ড-বাই তালিকায় রয়েছেন চারজন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিসিবি সূত্রে এ তথ্য জানানো হয়।
শ্রীলংকা সফরে তিনটি ওয়ানডে ও দু’টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের তরুণরা।
২১ নভেম্বর শ্রীলংকায় পা রাখবে বাংলাদেশের তরুণরা। ২৪ নভেম্বর লংকানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এরপর ২৬ এবং ২৮ নভেম্বর শেষ দু’ ওয়ানডে খেলবে তারা।
১ ডিসেম্বর থেকে প্রথম তিন দিনের ম্যাচ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা। ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দু’ দল।
৯ ডিসেম্বর শ্রীলংকা ছাড়বে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল : ফেরদৌস কবির, আবদুল্লাহ আল মুহি, হৃদয় হোসেন, ফারহান সাদিক, অদ্রিত ঘোষ, আহসানুল হক মাহিম, রাকিবুল হোসেন, রাকিব খান, মাহেনুজ্জামান মাহবীর, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, আবদুর রহিম, মাহির ইশমাম চৌধুরী, ইমরান হোসেন, আলী রাফি, সৌরভ করমোকার।
স্ট্যান্ড-বাই : আহসানুল মুনিম, মোবাশ্বির ইসলাম মুনেম, ফাইয়াজ রহমান, কাওসার আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা