মুরাদের হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে দাপট বাংলাদেশের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০২৪, ১০:৫৮
দুই দিনের ‘প্রস্তুতি’ ম্যাচে ফল আসবে না জানাই ছিল। তার উপর বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে খেলা হয়েছে মাত্র ২৫ দশমিক ৪ ওভার। ফলে উইকেটের সাথে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশের। যেখানে মোটামুটি সফল বলা যায় টাইগারদের।
পূর্ণ সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ দল অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। মূল লড়াই শুরু যদিও ২২ নভেম্বর, তবে তার আগেই রোববার মাঠে নামে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের।
দুই দিনের ম্যাচে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করে টাইগাররা। গুটিয়ে যাবার আগে স্কোরবোর্ডে তুলে ২৫৩ রান। তবে গা গরমের এই ম্যাচেও আক্ষেপের নাম টপ অর্ডার।
১০১ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পথ দেখান জাকের আলী ও মাহিদুল ইসলাম। ছয়ে নেমে জাকের খেলেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল করেন ৪১। তাদের ৮১ রানের জুটি বাংলাদেশকে আড়াই শ' পার করে।
দু'জনেই মাঠ ছাড়েন স্বেচ্ছায় রিটায়ার্ড হার্ট হয়ে। তাদের আগে ব্যক্তিগত ৩১ রান করে মাঠ ছেড়ে যান লিটন দাসও। তবে সুবিধা করতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজ (১১)। তাইজুল অপরাজিত থাকেন ১৫ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৫৩ তুলে।
প্রথম দিন শেষ হবার আগে ৫ রান তুলতেই ১ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলাতেও আধিপত্য ছিল টাইগার বোলারদের। মাত্র ৮৭ রান তুলতেই হারায় ৯ উইকেট। এরপর ড্র মেনে নেয় দুই দল।
পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন বল হাতে নেয়া অন্য পাঁচ বোলার। তবে নজর কেড়েছেন হাসান মুরাদ, হ্যাটট্রিক করেন তিনি। ১ দশমিক ৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট তার।
মুরাদ ছাড়াও আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। হাসান ১৫ রানে ২ এবং তাসকিন ২১ রানে ২ উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ও মিরাজ।
আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা