১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অজিদের কাছে ধবলধোলাই পাকিস্তান

অজিদের কাছে ধবলধোলাই পাকিস্তান - ছবি : সংগৃহীত

ওয়ানডেতে সিরিজ জিতে নেয়া পাকিস্তান টি-টোয়েন্টিতে যেন দেখলো মুদ্রার উল্টো পিঠ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ তো আগেই খুইয়েছে, এবার শেষ ম্যাচে পূরণ করলো ব্যর্থতার ষোলকলা। ধবলধোলাই হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

সোমবার হোবার্টে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ১৮ দশমিক ১ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে অজিরা জয় নিশ্চিত করেন মাত্র ১১ দশমিক ২ ওভারে, ৭ উইকেট হাতে রেখে।

তাতে তিন ম্যাচের সিরিজে ৩-০ তে ধবলধোলাই হলো পাকিস্তান। টি-টোয়েন্টিতে কোনো সিরিজে এই প্রথম পাকিস্তানকে এই লজ্জা দিলো অস্ট্রেলিয়া।

এদিন শুরুতেই সাহিবজাদা ফারহানকে (৭) হারালেও ভালো শুরু পায় পাকিস্তান। বাবর আজম ও হাসিবুল্লাহ মিলে ৬ দশমিক ৪ ওভারে যোগ করেন ৬১ রান। ১৯ বলে ২৪ রানে হাসিবুল্লাহ ফিরলে ভাঙে জুটি। এরপর আর থিতু হতে পারেনি কেউ।

১ উইকেটে ৬১ থেকে ১৮ দশমিক ১ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যেখানে বাবরের ২৮ বলে ৪১ ছাড়া নেই বলার মতো কোনো স্কোর। ১২ বলে ১৬ রান করেন শাহিন আফ্রিদি। আগা সালমান, উসমান খানরা করেন হতাশ।

অজিদের হয়ে অ্যারন হার্ডি তিনটি এবং স্পেন্সার জনসন ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন এলিস ও বার্টলেট।

জবাব দিতে নেমে অজিরা তৃতীয় ওভারেই হারিয়ে ফেলে ম্যাথু শর্টকে (২)। আরেক ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১১ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেললেও থিতু হতে পারেননি। ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক জশ ইংলিশ, ২৪ বলে করেন ২৭ রান।

তবে মার্কাস স্টয়নিস একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। ২৭ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। ট্রাভিস হেড অপরাজিত থাকেন ৭ রানে। মাত্র ১১ দশমিক ২ ওভারে পৌঁছে যায় জয়ের বন্দরে।


আরো সংবাদ



premium cement
গাজীপুরে দুই কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় আগুন রোহিঙ্গা, কাশ্মির ও ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে : ব্রুনাই রাষ্ট্রদূত সংস্কার নাকি নির্বাচন- কোনটি আগে ৪৬তম বিসিএসের ফল নতুন করে প্রকাশের সিদ্ধান্ত কল্পিত দেশের সূচনার জন্য সকলকে এগিয়ে আসতে হবে : তারেক রহমান শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় : উপদেষ্টা নাহিদ পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা জামায়াত আমিরের শের-ই-বাংলা মেডিক্যালের সাবেক ছাত্রসমিতি গঠিত নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল কেন জরুরি অশান্ত মণিপুরে যাচ্ছে আরো ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইসলামে উদারতা

সকল