১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রস্তুতি ম্যাচেও পিছু ছাড়েনি টপ অর্ডার অস্বস্তি

- ছবি : সংগৃহীত

পূর্ণ সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ দল অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। মূল লড়াই শুরু যদিও ২২ নভেম্বর, তবে তার আগেই গতকাল মাঠে নামে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের।

দুই দিনের প্রস্তুতি ম্যাচে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করে টাইগাররা। গুটিয়ে যাবার আগে স্কোরবোর্ডে তুলে ২৫৩ রান। তবে গা গরমের এই ম্যাচেও আক্ষেপের নাম টপ অর্ডার।

মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপেনিং জুটি টিকে মাত্র ৫.২ ওভার। ৮ রান করে শারন লুইসের বলে ফেরেন মাহমুদুল। আরেক ওপেনার জাকির ফেরেন ১০তম ওভারে, ৩৪ বলে ১৫ রান নিয়ে।

তবে শাহাদাত দিপু ও মুমিনুলের তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি ফেরে। যদিও ইনিংস বড় করতে পারেননি তারাও, ৩০ বলে ২৫ রান করেন শাহাদাত। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩১ রান। ১০১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলকে পথ দেখান দুই উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম। ছয়ে নেমে জাকের আলী খেলেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল ইসলাম করেন ৪১। তাদের ৮১ রানের জুটি বাংলাদেশকে আড়াই শ’ পাড় করায়।

দুইজনেই অবশ্য মাঠ ছেড়েছে সেচ্ছায় রিটায়ার্ড হার্ট হয়ে। তাদের আগে ব্যক্তিগত ৩১ রান করে মাঠ ছেড়ে যান লিটন দাসও। তবে সুবিধা করতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজ (১১), তাইজুল অপরাজিত থাকেন ১৫ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৫৩ তুলে।

দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে সুবিধা কররে পারেনি ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। মাত্র ২ ওভার ব্যাট করে তারা। তাতেই উদ্বোধনী জুটি হারিয়ে ফেলেছে তারা।

হাসান মাহমুদের করা প্রথম ওভারের চতুর্থ বলেই জাকেরের ক্যাচে পরিণত হন ব্রাফেট। স্বাগতিকদের রান ১ উইকেটে ৫।


আরো সংবাদ



premium cement
চলতি বছর ১০০০ জনকে ওমরা করাবেন সৌদি বাদশা ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের মালিক গ্রেফতার ইসরাইলের ‘পূর্ণ স্বাধীনতা’ ছাড়া লেবাননে যুদ্ধবিরতি নয় : গ্যান্টজ প্রধান উপদেষ্টার সাথে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচের সাক্ষাৎ ‘ট্রাম্পের জয় চীন-ইরান কৌশলগত সম্পর্কে প্রভাব ফেলবে না’ ভাঙ্গায় আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু দ্বীন বিজয়ী করতে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : সেলিম উদ্দিন সড়ক-রেলপথ ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আকস্মিক নেতিবাচক কিছু নেই : ড. ইউনূস স্বাস্থ্য খাত সংস্কারে কমিশন করেছে সরকার ঈশ্বরদীতে হত্যা মামলার আসামি যুবলীগকর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

সকল