প্রস্তুতি ম্যাচেও পিছু ছাড়েনি টপ অর্ডার অস্বস্তি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২৪, ১২:০১, আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০২
পূর্ণ সিরিজ খেলতে এই মুহূর্তে বাংলাদেশ দল অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। মূল লড়াই শুরু যদিও ২২ নভেম্বর, তবে তার আগেই গতকাল মাঠে নামে টাইগাররা। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের।
দুই দিনের প্রস্তুতি ম্যাচে অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করে টাইগাররা। গুটিয়ে যাবার আগে স্কোরবোর্ডে তুলে ২৫৩ রান। তবে গা গরমের এই ম্যাচেও আক্ষেপের নাম টপ অর্ডার।
মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপেনিং জুটি টিকে মাত্র ৫.২ ওভার। ৮ রান করে শারন লুইসের বলে ফেরেন মাহমুদুল। আরেক ওপেনার জাকির ফেরেন ১০তম ওভারে, ৩৪ বলে ১৫ রান নিয়ে।
তবে শাহাদাত দিপু ও মুমিনুলের তৃতীয় উইকেট জুটিতে স্বস্তি ফেরে। যদিও ইনিংস বড় করতে পারেননি তারাও, ৩০ বলে ২৫ রান করেন শাহাদাত। মুমিনুলের ব্যাট থেকে আসে ৩১ রান। ১০১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর দলকে পথ দেখান দুই উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম। ছয়ে নেমে জাকের আলী খেলেন ৪৮ রানের ইনিংস, সাতে নেমে মাহিদুল ইসলাম করেন ৪১। তাদের ৮১ রানের জুটি বাংলাদেশকে আড়াই শ’ পাড় করায়।
দুইজনেই অবশ্য মাঠ ছেড়েছে সেচ্ছায় রিটায়ার্ড হার্ট হয়ে। তাদের আগে ব্যক্তিগত ৩১ রান করে মাঠ ছেড়ে যান লিটন দাসও। তবে সুবিধা করতে পারেননি অধিনায়ক মেহেদী মিরাজ (১১), তাইজুল অপরাজিত থাকেন ১৫ রানে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৫৩ তুলে।
দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে সুবিধা কররে পারেনি ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। মাত্র ২ ওভার ব্যাট করে তারা। তাতেই উদ্বোধনী জুটি হারিয়ে ফেলেছে তারা।
হাসান মাহমুদের করা প্রথম ওভারের চতুর্থ বলেই জাকেরের ক্যাচে পরিণত হন ব্রাফেট। স্বাগতিকদের রান ১ উইকেটে ৫।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা