১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশের বিপক্ষে খেলতে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজ দল - ছবি - ইন্টারনেট

বাংলাদেশের বিপক্ষে খেলতে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে সম্ভাব্য সেরা দল নিয়েই টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা। যদিও নেই অলরাউন্ডার জেসন হোল্ডার, চোটের কারণে ছিটকে গেছেন তিনি।

দু’টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ নভেম্বর টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে লড়াই।

এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে তারা। সর্বশেষ সিরিজের দল থেকে পরিবর্তন এসেছে চারটি।

চোটের কারণে বাংলাদেশ সিরিজের দল থেকে ছিটকে গেছেন জেসন হোল্ডার। আর ফর্মে থাকা বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতিকে দেয়া হয়েছে বিশ্রাম। তবে দলে ফিরেছেন আলজারি জোসেফ ও কেভিন সিনক্লেয়ার।

সিরিজের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার অবস্থা যেন অনেকটা সমানে সমান। দুই দলই তাদের সর্বশেষ টেস্ট খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যেখানে ক্যারিবীয়রা ১-০ ও বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে।

তাছাড়া বাংলাদেশ দলেও আছে চোট সমস্যা। চোটের কারণে দলের সাথে নেই মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। মেহেদী মিরাজের অধিনায়কত্বে খেলবে টাইগাররা।

আগামী ২২ নভেম্বর এই সিরিজের প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে জ্যামাইকায়।

ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড :
ক্রেইগ ব্রাথওয়েট, জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।


আরো সংবাদ



premium cement
‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে’ উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আমতলীতে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখম ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার বিএনপি ক্ষমতায় এলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে : সেলিম ভূঁইয়া ট্রাম্পের অধীনে আমেরিকা : যেভাবে দেখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত গাজা উপত্যকায় বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের সুযোগ দিন ইসরাইলি হেফাজতে ২ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু

সকল