১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রেকর্ড বুক তছনছ করে ভারতের ২৮৩/১

- ছবি : সংগৃহীত

রেকর্ড বই তছনছ করে দিলো ভারত। জোহানসবার্গে একের পর এক অবিস্মরণীয় কীর্তি গড়লো তারা। অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন সঞ্জু স্যামসন আর তিলক ভার্মা। এক টি-টোয়েন্টি ম্যাচে দু'জনে শতক হাঁকিয়ে অবাক করে দিলেন বিশ্বকে।

সঞ্জু আর তিলক মিলে যেন মেতেছিলেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। প্রোটিয়া বোলারদের পিটিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে তুলেছেন সব ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর। মাত্র ১ উইকেট হারিয়ে ভারত তুলে ২৮৩ রান!

বাংলাদেশের বিরুদ্ধে কিছু দিন আগে টি-টোয়েন্টি সিরিজে ২৯৭ রানের ইনিংস গড়েছিল ভারত। সেটাই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ স্কোর। সেটা যদিও আজ ভাঙা হয়নি, তবে কম রেকর্ডেরও জন্ম দেয়নি।

আগের ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিলক ভার্মা। এদিন ফের দেখা পান শতরান। পর পর দুটি টি-টোয়েন্টি ম্যাচে শতরানের রেকর্ড ছিল সঞ্জু স্যামসনেরও। এদিন তাকে ছুঁয়ে ফেললেন তিলক। তবে থেমে থাকেননি সঞ্জুও, তিনিও ছুঁয়েছেন আজ শতক।

তাতে এক বছরে তিনটি সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন। শুধু তাই নয়, তাদের কল্যাণে প্রথমবার টি-টোয়েন্টিতে দুজন ক্রিকেটার শতরানের রেকর্ডও গড়লো এদিন। ৫৬ বলে সঞ্জু করেন ১০৯, ৪৭ বলে তিলকের রান ১২০।

শেষ পর্যন্ত ব্যাট করেন দুজনেই। দুজনের জুটিতে উঠল ৮৬ বলে নিরবিচ্ছিন্ন ২১০ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটি। তাছাড়া দু'জনে মিলে হাঁকিয়েছেন ১৯ ছক্কা, সব মিলিয়ে ইনিংসে ছক্কা সংখ্যা ২৩। যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

শুক্রবার সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। আগের তিন ম্যাচে ২ জয় নিয়ে সিরিজে এগিয়ে ছিল ভারত৷ প্রোটিয়াদের সুযোগ ছিলো আজ জিতে সমতা ধরে রাখার।

যদিও সেই কাজটা কঠিণ করে দিল ভারতের এই ইনিংস। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট হাতে শুরু থেকেই এদিন আগ্রাসী ছিল ভারত।

অভিষেক শর্মা ১৮ বলে ৩৬ করে উদ্বোধনী জুটি ভেঙে যখন ফেরেন, ৫.৫ ওভারে ৭৩ রান তুলে ফেলেছে সফরকারীরা। এরপরই হাল ধরেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন।


আরো সংবাদ



premium cement