আইপিএল নিলামে থাকছেন সাকিব-মোস্তাফিজসহ ১২ বাংলাদেশী
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ নভেম্বর ২০২৪, ২৩:১১
আইপিএলের পরিচিত মুখ সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলছেন প্রায় এক যুগ ধরে, জিতেছেন বেশ কয়েকবার শিরোপাও। যদিও বিগত কিছু বছরে খেলা হয়নি তার। তবে সবকিছু ঠিক থাকলে এই আসরে ফের ফিরতে যাচ্ছেন তিনি।
শুক্রবার নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে আছেন বিগত তিন বছরে না খেলা সাকিব। শুধু এই অলরাউন্ডার নয়, আছেব বাংলাদেশের আরো ১১ ক্রিকেটার।
আইপিএলের মেগা নিলাম এবার হচ্ছে জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর হবে ক্রিকেটার বিকিকিনির সবচেয়ে বড় এ আয়োজন। যেখানে নিবন্ধন করেছিলেন মোট ১ হাজার ৫৮৪ ক্রিকেটার। তবে যাচাই-বাছাই করে আজ ৫৭৪ জনের নাম প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এর মাঝে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশী। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকেও তিনজন। যাদের মাঝে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশীদের জায়গা আছে মাত্র ৭০টি।
নিলামে নাম উঠা থেকে বাদ পড়েছেন মোট ১ হাজার ১০ জন। যেখানে আছেন বাংলাদেশের একজন; শহিদুল ইসলাম। তবে তিনি ছাড়া আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করা বাকি ১২ বাংলাদেশী আছেন নিলাম তালিকায়।
আর যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজুর রহমানের। গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা এই বাঁ হাতি পেসারের নিলাম শুরু হবে ২ কোটি রুপি থেকে। এরপরই আছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ। তাদের ভিত্তিমূল্য ১কোটি রুপি।
এছাড়া তালিকায় থাকা রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও লিটন দাসের দর-দাম শুরু হবে ৭৫ লাখ রুপি থেকে।
সাকিব, মোস্তাফিজ ও লিটনের পূর্বে আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও বাকি নয়জনই আছেন প্রথমবার ডাক পাবার অপেক্ষায়। তাসকিনের প্রতি আইপিএলের কয়েকটি দলের আগ্রহ থাকলেও কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা