১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ম্যাচ সেরা হয়েও দলে নেই এজাজ, সিরিজ সেরা হয়েও একাদশ অনিশ্চিত ইয়ংয়ের

- ছবি : নয়া দিগন্ত

সদ্যই ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই করার ঐতিহাসিক কীর্তি গড়ে নিউজিল্যান্ড। তবুও আবার আভিজাত্যের টেস্ট ক্রিকেটে। তাতে সাদা পোষাকে ঘরের মাঠে দ্বিতীয়বারের ধবলধোলাই হয় ভারত, তিন ম্যাচের টেস্ট সিরিজে যা এবারই প্রথম।

এমন রাজসিক কীর্তি গড়তে বল হাতে দলকে নেতৃত্ব দেন এজাজ প্যাটেল। বল হাতে ৫ ইনিংসে নেন ১৫ উইকেট। যা সিরিজে তৃতীয় ও নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট। অথচ সেই এজাজ নেই কিউইদের পরের সিরিজের দলে!

ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের রেশ হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড, এর মধ্যেই ঘরে ফিরে তাদের মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। যার জন্য শুক্রবার দল ঘোষণা করে নিউজিল্যান্ড।

তবে এই দলে নাম নেই এজাজের। যে কি না ইতিহাস গড়া শেষ টেস্টেও একাই নেন ১১ উইকেট! অবশ্য এমনটা প্রথমবার নয়, এর আগেও (২০২১) ভারত সফরে এক ম্যাচে ১৪ উইকেট নেয়ার পর দেশের মাঠে পরের টেস্টে দলে ছিলেন না এজাজ।

দলে না থাকায় দেশের মাঠে প্রথম টেস্ট উইকেটের স্বাদ পেতে এজাজের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরো। দেশের বাইরে ১৮ টেস্ট খেলে ৮৫ উইকেট তার। কিন্তু দেশে তিন টেস্ট খেলে উইকেট নেই একটিও! হয়তো সেই বিবেচনাতেই তাকে রাখা হয়নি ইংল্যান্ড সিরিজে।

শুধু এজাজ নয়, ঘোষিত ক্রাইস্টচার্চ টেস্টের ১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ স্পিনার নেই কেউ। যদিও অলরাউন্ডার হিসেবে রাচিন রাবিন্দ্র ও গ্লেন ফিলিপস আছেন। অবশ্য শেষ দুই টেস্টে যোগ দেবেন মিচেল স্যান্টনার। আর টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন ন্যাথান স্মিথ
ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়ে চোট কাটিয়ে ফিরছেন কেন উইলিয়ামসন। তাতে একাদশের জায়গা হারায়ে পারেন উইল ইয়ং। তেমনটা হলে আরো একটা বিরল কীর্তি দেখবে ক্রিকেট, আগের সিরিজের সেরা হয়েও পরের ম্যাচে একাদশে না থাকার কীর্তি।

উল্লেখ্য, ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চ টেস্ট দিয়ে শুরু এই সিরিজ। পরের দুই টেস্ট ওয়েলিংটন ও হ্যামিল্টনে।

নিউজিল্যান্ড টেস্ট দল :
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), ন্যাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।


আরো সংবাদ



premium cement
জয়পুরহাটে হত্যা মামলার ৬ ঘণ্টার মধ্যে ২ হত্যাকারী গ্রেফতার চরফ্যাশনে বয়লার মেশিন বিস্ফোরণে নিহত ১, আহত ২ গলাচিপায় চুরির অভিযোগে মারধরের ৬ দিন পর প্রতিবন্ধীর মৃত্যু মঠবাড়িয়ায় ২১ বছরের পলাতক আসামি খাগড়াছড়ি থেকে গ্রেফতার সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সবক’টি গোয়েন্দা সংস্থার প্রধান আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনূস মাদানী নগর মাদরাসার দু’দিনব্যাপী ইসলাহী জোড় শুরু শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাংলাদেশর এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না : শফিকুল ইসলাম মাসুদ বরগুনায় ইয়াবা ও অর্ধ লাখ টাকাসহ ২ মাদককারবারি আটক

সকল