১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রিসবেনে সর্বকালের সেরা শট ম্যাক্সওয়েলের!

ব্রিসবেনে সর্বকালের সেরা শট ম্যাক্সওয়েলের! - ছবি : সংগৃহীত

এটাই কি ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা শট? বৃহস্পতিবার গাব্বায় পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদিকে যে রিভার্স সুইপ করলেন, তা দেখে হতবাক ক্রিকেটপাগলরা।
ব্রিসবেনে ঝড়-বৃষ্টিতে কুড়ি ওভারের টি-টোয়েন্টি কমিয়ে আনা হয় সাত ওভারে। তিন নম্বরে খেলতে নেমে ম্যাক্সওয়েল ম্যাজিক দেখান। চতুর্থ ওভারের তৃতীয় বলে আফ্রিদিকে রিভার্স সুইপ মেরে থার্ড ম্যানের উপর দিয়ে গ্যালারিতে ফেললেন।

ম্যাড ম্যাক্সকে নিয়ে প্রশ্ন উঠেছিল। তার ফর্ম চিন্তায় ফেলেছিল নির্বাচকদের। কিন্তু পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে ম্যাক্সওয়েল ধরা দিলেন অন্য রূপে। তার দুর্দান্ত সব শট দেখার পরে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'এ লোকটার ব্যাটিং দেখার জন্যই অর্থ খরচ করা যায়।' অজি তারকার মারমুখী ব্যাটিংয়ের জবাব ছিল না আফ্রিদিদের।

এগিয়ে আসছে আইপিএলের মেগা নিলাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। রেখেছে বিরাট কোহলি, যশ দয়াল ও রজত পাতিদারকে। কিন্তু মেগা নিলামের আগে যে মেজাজে ব্যাট করলেন ম্যাক্সওয়েল, তাতে তার দাম আকাশ ছুঁতে পারে জেদ্দায়। বিরাট কোহলি ও ম্যাক্সওয়েল একই দলের হয়ে আইপিএল খেলেছেন। আইপিএলের গ্রহেও ম্যাক্সওয়েল অদ্ভুত কিছু শট খেলেছেন, যা খেলেননি তার সতীর্থ বিরাট কোহলিও।


বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ ওভারে অস্ট্রেলিয়া করেছিল ৪ উইকেটে ৯৩ রান। অজিদের রান তাড়া করতে নেমে পাকিস্তান থামে ৯ উইকেটে ৬৪-তে।

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ম্যাক্সওয়েল। ১৯ বলে বিস্ফোরক ৪৩ রান করেন তিনি। ম্যাড ম্যাক্সের ইনিংসে সাজানো ছিল ৩ টি ছক্কা ও ৫টি বাউন্ডারি। অন্যদিকে ৭ বলে মার্কাস স্টোয়নিসও চটজলদি ২১ রান করেন।


আরো সংবাদ



premium cement
সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত দ্বীপের সুরক্ষা বাঁধই অরক্ষিত, দুর্যোগে জানমালের ঝুঁকি খুলনায় পাটের বস্তার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ভাইরাল স্ট্যাটাস নিয়ে ফারুকীর বক্তব্য

সকল