০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

ফিটনেস পরীক্ষা দিয়েই ক্রিকেটে ফিরতে হবে তামিমকে

তামিম ইকবাল - ফাইল ছবি

তামিম ইকবালের ফেরার খবর আগেই রটেছিল। জানা যায়, জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে তার মাঠে প্রত্যাবর্তন ঘটছে তার। তবে খুব সহজেই ফেরা হচ্ছে না তামিমের, দিতে হবে পরীক্ষা। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবে মিলবে খেলার সুযোগ।

কিছুদিন পর মাঠে গড়াবে জাতীয় লিগ টি-টোয়েন্টি। এই আসর দিয়ে প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। ঘরের দল চট্টগ্রামের হয়েই খেলার কথা তার। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছেন তামিম।

তবে খেলায় ফেরার আগে যে অন্য সবার মতো তামিমকেও ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে জানান নির্বাচক হান্নান সরকার। বলেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে।’

এই প্রসঙ্গে বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে হান্নান বলেন, ‘একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’

হানান আরো বলেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরো সময় আছে। এর আগে আমরা আলোচনা করব। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’

উল্লেখ্য, পেশাদার ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে, ঢাকা প্রিমিয়ার লিগে। জাতীয় দলে তো নেই আরো আগে থেকে। এমনকি চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) দেখা যায়নি দেশসেরা এই ওপেনারকে।

তবে কদিন আগে হঠাৎ অনুশীলন শুরু করেন এই ব্যাটার। যদিও সবাই ধারণা করছিল হয়তো আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। তবে তা নয়, তামিম বাইশ গজে ব্যাট হাতে ফিরছেন এনসিএল দিয়েই।

উল্লেখ্য, সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো।

আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর তালিকাভুক্ত হলো জুলাই বিপ্লবে আহত ২ যোদ্ধা কবরস্থানে চাঁদাবাজীর অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার নো-বিফ হোটেল বর্জনের দাবিতে সমাবেশ সন্ত্রাসী হামলায় পাটগ্রাম উপজেলা প্রধান সমন্বয়ক আহত খালেদা জিয়ার বাসায় সেনাপ্রধান ‘৭ উইকেট’ ছেলেকে উৎসর্গ করলেন তাসকিন ‘কল্যাণরাষ্ট্র গড়তে সেবা দিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে’ সাবেক এমপি কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের ইন্তেকাল ফরিদপুরে আলতু খাঁন জুট মিলে বয়লার বিস্ফোরণ, আহত ৩ শওকত ওসমান ছিলেন বৈষম্যবিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা তদবির বন্ধে সচিবদের উদ্দেশে তথ্য উপদেষ্টার চিঠি

সকল