০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

ইমরুল কায়েস - ছবি - ইন্টারনেট

এবার অবসরের ঘোষণা দিলেন ইমরুল কায়েস। তবে সব ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। খেলবেন না আর প্রথম শ্রেণির ক্রিকেটও। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আজ বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি প্রোমো ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই ব্যাটার।

ভিডিওতে ইমরুল কায়েস জানান, আগামী ১৬ নভেম্বর থেকে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন না তিনি।

সকল ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই ক্যারিয়ারের একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি আমার টেস্ট ক্যারিয়ারে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারেরও সমাপ্তি ঘোষণা করছি। যা আমার ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

অবশ্য লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের ২২ নভেম্বর ভারতের বিপক্ষে, ইডেন গার্ডেন্সে। এরপর আর সাদা পোশাকে দেখা যায়নি তাকে।

বাংলাদেশের হয়ে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ৭৯৭ রান করেছেন এই ওপেনার। সব মিলিয়ে ক্যারিয়ারে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন ৭৯৩০।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল