১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভারতীয় বোর্ডের কাছে লিখিত ব্যাখ্যা চায় পাকিস্তান

ভারতীয় বোর্ডের কাছে লিখিত ব্যাখ্যা চায় পাকিস্তান - ফাইল ছবি

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দু’দিন আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জয় শাহরা। প্রতিযোগিতার আয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি। এতে খুশি নন পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা। তারা বিসিসিআইয়ের কাছে লিখিত ব্যাখ্যা চান।

বিসিসিআইয়ের ব্যাখ্যা দাবি করে আইসিসিকে চিঠি দিয়েছে পিসিবি। আইসিসিকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল যে পাকিস্তানে যাবে না, তা বিসিসিআইকে লিখিতভাবে জানাতে হবে তাদের। দল না পাঠানোর যুক্তিসঙ্গত কারণও দাবি করা হয়েছে পিসিবির তরফে। আগামী বছর ৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের তিনটি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু জয়রা আইসিসিকে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পাকিস্তান সফরের অনুমতি দেয়নি। তাই তাদের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠানো সম্ভব নয়। ভারতের অবস্থান জানার পর আইসিসি গত সোমবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে দেয়।

ভারতের অবস্থানে ক্ষুব্ধ পিসিবি। পাকিস্তানের এক ক্রিকেট কর্মকর্তা বলেছেন, ‘গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন করব না আমরা। অনেক আগে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব আমাদের দেয়া হয়েছে। আমরাই আয়োজন করব।’ এই ইস্যুতে আইসিসিকে পাল্টা চাপ দেয়ার রাস্তা বেছে নিয়েছেন পাকিস্তান ক্রিকেট কর্মকর্তারা। প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পথও খোলা রাখছেন তারা।

বিসিসিআইয়ের বক্তব্য জানার পর আইসিসি কর্তারা ভারতের ম্যাচগুলোর জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা শুরু করেছেন। সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তুত রাখা হচ্ছে। অবশ্য, এ ব্যাপারে সরকারি ঘোষণা হয়নি। তারা আপাতত যুযুধান দু’দেশের বোর্ড কর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, রাজনৈতিক সম্পর্কের কারণে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ বন্ধ এক দশকের বেশি সময়। ২০০৭-০৮ মরসুমে শেষবার ভারতের মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দু’দেশ। ২০১২ সালে শেষবার ভারতের মাটিতে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দু’দল। তার পর থেকে বহুদলীয় প্রতিযোগিতা ছাড়া ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হয় না। গত বছর এশিয়া কাপের জন্য বিসিসিআই রোহিতদের পাকিস্তানে না পাঠালেও এক দিনের বিশ্বকাপের সময় বাবর আজমদের ভারতে পাঠিয়েছিল পিসিবি।


আরো সংবাদ



premium cement
কিছু ঘটলে আন্তর্জাতিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরা হয় : আসিফ নজরুল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭ একই দিনে দুই দিপুর স্বর্ণ জয় গাজীপুরে বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে পিপি-এপিপিদের পদত্যাগ বিনামূল্যে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা সাফজয়ী সাবিনাদের পুরস্কার দিলো সাউথইস্ট ব্যাংক সন্ত্রাস ও দুর্নীতি বন্ধে দেশে কোরআনের আইন চালুর বিকল্প নেই : মুজিবুর সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন’ দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান

সকল