০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

বিপিএল নিয়ে মহাব্যস্ত বিসিবি, যা কিছু নতুন আসছে

বিপিএল নিয়ে মহাব্যস্ত বিসিবি, যা কিছু নতুন আসছে - ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে এক যুগেরও বেশি আগে থেকে। আয়োজন হয়েছে দশ-দশটা আসর, অথচ এখনো নিজেদের গুছিয়ে নিতে পারেনি বিসিবি। নানা টানাপোড়েন আর বিতর্ক নিয়ে শুরু হয় প্রতিটি আসর।

তবে এবার বোর্ড প্রধানের পদে পরিবর্তন আসার পর নতুন কিছুর স্বপ্ন দেখছে সমর্থকেরা। নতুন সভাপতি ফারুক আহমেদের নানা পরিকল্পনা স্বপ্ন দেখাচ্ছে তাদের। সেই সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিপিএলে অন্তর্ভুক্তি আশার পালে হাওয়া দিয়েছে।

সব মিলিয়ে ঝং ধরা বিপিএলে রঙ ফেরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যেই নিয়েছে নানা উদ্যোগ। সবাইকে অবাক করে খেলা মাঠে গড়ানোর মাস তিনেক আগেই প্রকাশ করেছে সূচি। সেই সাথে প্রকাশ করেছে নিজেদের পরিকল্পনার কিছু অংশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ গতকাল (মঙ্গলবার) এক ভিডিও বার্তায় কথা বলেন এই প্রসঙ্গে। এই সময় ভালো একটা টুর্নামেন্ট উপহার দিতে পরিকল্পনা তুলে ধরেন তিনি। সেই সাথে আগামী আসরে আরো ভালো কিছু দেয়ার প্রত্যয় জানান ফারুক।

বলেন, ‘আমরা চেষ্ট করেছি, এর আগে যে ১০টা বিপিএল এসেছে, সেসবের চেয়ে আলাদা করার জন্য। অনেক পরিকল্পনা করেছি। আশা করি, খুব ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হয়, সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।’

তিনি বলেন, ‘প্রথম ধাপ হচ্ছে সূচি, যেটা আমার মনে হয় সবাইকে সন্তুষ্ট করতে পারবে। যেহেতু লম্বা একটা টুর্নামেন্ট। কারো কারো ব্যাক টু ব্যাক খেলতে হয়, কারো ট্রাভেলিং থাকে, অনেক জিনিসগুলো আমাদের মিলাতে হয়। সেক্ষেত্রে চমৎকারভাবে সূচি সাজিয়েছি।’

সমর্থকদের সুখবর দিয়ে ফারুক বলেন, ‘ডিজিটাল রাইটস যাদের, তাদের বলেছি, ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা। টিভি প্রোডাকশনকে বলেছি, টিভিতে যারা খেলা দেখাবেন ও প্রোডাকশন দুটিই যেন ভালো হয়। হক-আই, ডিআরএস— এগুলো সবই থাকবে।’

তিনি বলেন, ‘আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। বিদেশি আম্পায়ার থাকবে। আপনারা জানেন, ধারাভাষ্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মানটা উন্নত করতে বড় নাম আনতে প্রোডাকশনের সাথে আমরা আলাপ করেছি। সব বিবেচনা করেই আমার মনে হয় ভালো বিপিএল হতে যাচ্ছে।’

বিপিএলের ভক্ত ও দর্শকদের উদ্দেশে ফারুক বলেন, ‘আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। যেন সবাই সবার সুবিধামতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। যারা খেলা দেখতে ইচ্ছুক, মোবাইল ফোন ও অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন।’

স্টেডিয়ামে খাবার ও পানি নিয়ে অভিযোগ পুরনো। এবার তার সমাধান করতে চায় বিসিবি। এই নিয়ে ফারুক বলেন, ‘পানির কিছু কর্নার থাকবে। সেই কর্নারে আপনারা পানি পাবেন। পানিটা আমরা বিনা মূল্যে দেয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি জিরো ওয়াস্টজোন গ্যালারি রাখতে। সবকিছু পরিষ্কার রাখতে।’


আরো সংবাদ



premium cement