১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিপিএলের সূচি প্রকাশ

বিপিএলের সূচি প্রকাশ - ছবি : সংগৃহীত

আগেই জানা গিয়েছিল. এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এবার প্রকাশিত হলো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ফাইনাল গড়াবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি। এর আগে আসরে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে মিরপুর হোম অফ ক্রিকেটে।

মোট তিনটি ভেন্যুতে হবে এবারের আসর৷ মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছাড়া বাকি দুটি হলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন, ম্যাচ গড়াবে আটটি। এরপর সিলেটে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় দিনে হবে ১২টি ম্যাচ। সেখান থেকে দলগুলো যাবে চট্টগ্রামে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সাগরিকায়।

এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। দ্বিতীয় পর্বে ঢাকায় খেলা হবে ২৬ জানুয়ারি থেকে একেবারে ফাইনাল পর্যন্ত। লিগ পর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। প্লে–অফ পর্ব হবে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য আছে রিজার্ভ ডে। আর শুক্রবার ছাড়া দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবার প্রথম ম্যাচ শুরু বেলা ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।

গতকাল (মঙ্গলবার) এক ভিডিও বার্তায় বিপিএলের যাবতীয় সবকিছু তুলে ধরেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ফারুক আহমেদ। এই সময় এবারের বিপিএলে দারুণ কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বলেন, ‘আমরা চেষ্টা করেছি, গত ১০টা বিপিএলের চেয়ে এবারের বিপিএলটা একটু অন্যভাবে করার জন্য। আমি আশা করছি যে খুব ভালো টুর্নামেন্ট হবে। এবং এটার প্রথম ধাপ হচ্ছে সূচি, যেটা আমার মনে হয় সবাইকে সন্তুষ্ট করতে পারবে।’

ফারুক আরো বলেন, ‘লম্বা একটা টুর্নামেন্ট। কারো ব্যাক টু ব্যাক খেলতে হয়, কারো ট্রাভেলিং থাকে, অনেক জিনিসগুলো আমাদের মিলাতে হয়। সেক্ষেত্রে এবারের বিপিএলটা আমরা অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি।’


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল