১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৫ মাস পর জাতীয় দলে ফিরেই আইসিসির মাস সেরা নোমান

নোমান আলি - ছবি : সংগৃহীত

১৫ মাস পর জাতীয় দলে ফিরেই টেস্ট ফরম্যাটে বল হাতে অসাধারণ পারফরমেন্স করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার নোমান আলি।

সেরা হওয়ার দৌড়ে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এবং স্পিনার নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে পেছনে ফেলেছেন নোমান।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম মঙ্গলবার (১২ নভেম্বর) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নারীদের তালিকায় দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ওয়েস্ট ইন্ডিজের দিওয়ান্দ্রা ডোটিনকে টপকে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দু’টিতে খেলেছিলেন নোমান। সিরিজে পিছিয়ে পড়েও নোমান ও সাজিদ খানের বোলিং নৈপুন্যে ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে পাকিস্তান।

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৪৭ রানে ১১ ও শেষ ম্যাচে ১৩০ রানে ৯ উইকেট নেন নোমান। দুই টেস্টের চার ইনিংসে ১৩.৮৫ গড়ে ২০ উইকেট নিয়ে মাস সেরার পুরস্কার জিতেছেন এই বাঁ-হাতি স্পিনার। গত বছরের আগস্টে বাবর আজমের পর পাকিস্তানী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হলেন নোমান।

গত মাসে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নিউজিল্যান্ড। শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া। ব্যাটিংয়ে ১৩৫ রান ও বল হাতে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন তিনি। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৪৩ রান ও ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন অ্যামেলিয়া।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ এবং সমর্থকদের বাকি ১০ ভাগ ভোট।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে

সকল