ক্রিকেটে ফিরছেন তামিম
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ নভেম্বর ২০২৪, ১৪:১৮
দীর্ঘ দিনের বিরতি শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। জাতীয় লিগ টি-টোয়েন্টি দিয়ে মাঠে প্রত্যাবর্তন ঘটছে তার। চট্টগ্রামের জার্সি গায়ে এই টুর্নামেন্ট মাতাবেন তিনি।
পেশাদার ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে, ঢাকা প্রিমিয়ার লিগে। জাতীয় দলে তো নেই আরো আগে থেকে। এমনকি চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) দেখা যায়নি দেশসেরা এই ওপেনারকে।
ছয় মাসের লম্বা বিরতিতে পর আবারো মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তামিম। কয়েক দিন আগেই অনুশীলন শুরু করেছেন এই ব্যাটার। যদিও অনেকেরই ধারণা ছিল, আসন্ন বিপিএলকে সামনে রেখে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি।
তবে তা নয়, তামিম বাইশ গজে ব্যাট হাতে ফিরছেন দ্রুতই। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে খেলবেন তিনি। যদিও সবগুলো ম্যাচ নয়, পাঁচটি ম্যাচে দেখা যাবে তাকে। তিনি খেলবেন চট্টগ্রামের হয়ে।
সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো।
আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা