১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিরাজ-মাহমুদউল্লাহ পথ দেখাচ্ছেন বাংলাদেশকে

- ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী মিরাজের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। ব্যাটিং ধসের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে টাইগাররা। বড় জুটি গড়ে দু’জনে সমৃদ্ধ করার চেষ্টা করছেন দলীয় সংগ্রহ।

শারজায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে টাইগাররা। বাংলাদেশ একাদশ সাজিয়েছে দুই পরিবর্তন নিয়ে।

শুরুটা ভালো ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার ভাগ্যের সহায়তা পেলেও থিতু হয়ে উঠেছিলেন দুই ওপেনার। তানজিদ হাসান ও সৌম্য সরকার রান তুলছিলেন পাল্লা দিয়েই। ৮ ওভারে দু’জনে যোগ করেন ৪৯ রান। এরপরই বাধে বিপত্তি। ৮.৩ ওভারে ওমরজাই ফেরান সৌম্যকে। ৫৩ রানের জুটি ভেঙে ফেরেন বোল্ড হয়ে ২৩ বলে ২৪ করে। স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগেই পরের ওভারে ফেরেন তানজিদ, ২৯ বলে ১৯ রানে থামেন তিনি।

জোড়া উইকেট হারানোর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফেরা জাকির হাসান ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী মিরাজ। তবে তখনই জাকির (৪) ফেরেন অনাকাঙ্ক্ষিত রান আউটের শিকার হয়ে।

মাত্র ৫ রানের মাঝে ৩ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়কে নিয়ে হাল ধরার চেষ্টা করেন মেহেদী মিরাজ। তবে হৃদয় পারেননি ভরসা হয়ে উঠতে। ১৪ বলে মাত্র ৭ রানে রশিদ খানের ঘূর্ণিতে বোকা বনেন তিনি। তাতে সিরিজটা ভুলেই যেতে চাইবেন হৃদয়, সিরিজের তিন ম্যাচে তার রান মাত্র ২৯।

১৪.৪ ওভারে তাওহীদ হৃদয় ফেরার পর শঙ্কার কালো মেঘ দেখা দেয় বাংলাদেশ দলের আকাশে। তবে মেহেদী মিরাজ ও মাহমুদউল্লাহ মিলে তার অনেকটাই দূর করেছেন। পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে দলকে টানছেন মান সম্মত পুঁজির দিকে।

তাদের জুটিতে ভর করে ৩১ ওভারে ১৩০ রান তুলেছে বাংলাদেশ। মিরাজ ৭৫ বলে ৩৮ ও মাহমুদউল্লাহ ব্যাট করছেন ৩৮ বলে ২৬ রানে।


আরো সংবাদ



premium cement
শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার জলবায়ু সঙ্কট মোকাবেলায় চাই নতুন এক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো : প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংবিধান : দ্বিতীয় জনতন্ত্র গড়ার প্রত্যাশা ট্রাম্পের জয় ও বাংলাদেশ বাগেরহাটে পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যা আমাদের সত্তার সত্য ও শিক্ষাদর্শন বাংলাদেশ ৩ মাসে ৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে প্রথমার্ধে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মালদ্বীপ নতুন বছরের প্রথম মাসেই মিলবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপগঞ্জে পলিথিনের ব্যাগে মিলল যুবকের ৭ টুকরো লাশ অন্তর্বর্তী সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্সের প্রয়োজন কেন, প্রশ্ন মঈন খানের

সকল