ভারতের একের পর এক পরাজয় : চাকরি হারাচ্ছেন গম্ভীর!
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ নভেম্বর ২০২৪, ০৭:০৭
তিনি বিশ্বচ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এরপর থেকে মূলত লজ্জাই সঙ্গী হয়েছে গৌতম গম্ভীরের। গত জুলাই থেকে একাধিক লজ্জার নজির গড়েছে ভারতীয় দল। এর সাম্প্রতিকতম উদাহরণ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। ভারতীয় দলের এমন দুর্দশা শেষবার হয়েছিল ২৪ বছর আগে। শোনা যাচ্ছে, একের পর এক হতাশাজনক ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই বিরক্ত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর সত্যি ধরলে, বোর্ড কর্মকর্তারা গম্ভীরের পারফরম্যান্সে এতটাই হতাশ যে লাল বলের ক্রিকেট থেকে তাকে অব্যাহতি দেয়ার কথাও ভাবা শুরু হয়েছে।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হার লাল বলের ক্রিকেটে কোচ হিসাবে গম্ভীরের যোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শুক্রবারই এই হারের ময়নাতদন্তে বোর্ড কর্তাদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুরু গম্ভীরকে। বোর্ড মনে করছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশাজনক ফলাফলের জন্য অনেকাংশে দায়ী কোচ গম্ভীরের ‘একগুয়েমি’। সূত্রের খবর, গম্ভীরের নেয়া বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ওই বৈঠকে প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তারা। বোর্ড কর্তাদের প্রশ্ন, সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও কেন মুম্বই টেস্ট জশপ্রীত বুমরাহকে বিশ্রাম দেয়া হলো? পুণেতে স্পিনের সামনে ধরাশায়ী হওয়ার পরও মুম্বইয়ে স্পিন সহায়ক পিচ তৈরি করা হলো কেন? পিচ নিয়ে গম্ভীরের ‘ফরমাইশ’ করার প্রবণতা নিয়েও বোর্ড কর্তারা প্রশ্ন তুলেছেন বলে সূত্রের দাবি।
এখানেই শেষ নয়। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর দাবি, বোর্ড কর্তারা নাকি ঠিক করে ফেলেছেন, আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফিই গম্ভীরের আসল ‘টেস্ট’। সেই পরীক্ষায় পাশ করতে না পারলে লাল বলের ক্রিকেটের কোচের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে। ইতিমধ্যেই টেস্টে গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
‘দৈনিক জাগরণ’-এর দাবি, বর্ডার-গাভাসকর ট্রফিতে ভালো ফল করতে না পারলে গম্ভীরকে সরিয়ে টেস্টের দায়িত্ব দেয়া হতে পারে ভিভিএস লক্ষ্মণকে। আর গম্ভীরকে শুধু সীমিত ওভারের ক্রিকেটে কোচিং করানোর কথা বলা হতে পারে। সেখানেই উঠছে আরো এক প্রশ্ন। লাল বলের ক্রিকেট থেকে সরিয়ে দেয়া হলে কি গম্ভীর নিজেই সাদা বলে থাকতে চাইবেন? সেক্ষেত্রে ভারতীয় দলের কোচের পদ থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিতে পারেন দ্রাবিড়ের উত্তরসূরি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা