০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

৩৪ বছর পর বাংলাদেশের হয়ে যে রেকর্ড গড়লেন শান্ত

নাজমুল হোসেন শান্ত - ছবি : বাসস

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩৪ বছর পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে হাফ সেঞ্চুরি করলেন বর্তমান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১৯৯০ সালে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শারজাহর মাঠে হাফ সেঞ্চুরি করেছিলেন সাবেক ডান-হাতি ব্যাটার আজহার হোসেন শান্টু। ওই বছর ছয় দলকে নিয়ে অনুষ্ঠিত অস্ট্রাল-এশিয়া কাপের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনার হিসেবে নেমে ৪টি চারে ১২৬ বলে ৫৪ রান করেছিলেন আজহার।

৩৪ বছর পর বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যাটার শারজাহর মাঠে ওয়ানডে ম্যাচে অর্ধশতকের দেখা পেলেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬টি চার ও ১টি ছক্কায় ১১৯ বলে ৭৬ রান করেন শান্ত।

শারজাহর এই মাঠে টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দুই ব্যাটারের হাফ সেঞ্চুরি আছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ নাইম ও মুশফিকুর রহিম। নাইম ৬২ ও মুশফিক অপরাজিত ৫৭ রান করেছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement