১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আফগানদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

অভিষিক্ত জাকের আলি (সামনে) অপরাজিত রয়েছেন ২৭ বলে ৩৭ রানে - ছবি : সংগৃহীত

শুরুটা ভালো হলেও বেশিদূর দৌড়াতে পারলো না বাংলাদেশ। তবে পেয়েছে চ্যালেঞ্জিং পুঁজি। জাকের আলির দারুণ ফিনিশিংয়ে ৭ উইকেটে ২৫২ রান করে থেমেছে টাইগাররা। বোলাররা দারুণ কিছু করতে পারলে এই রানও যথেষ্ট হয়ে উঠতে পারে জয়ের জন্যে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজার এ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দিনের শুরুটা করেছিলেন তানজিদ তামিম। ইনিংস বড় করতে না পারলেও বড় কিছুর আশা দেখান তিনি। আফগান বোলারদের উপর চড়াও হোন শুরু থেকেই। মোহাম্মদ গাজাফারের বলে ফেরার আগে ১৭ বলে করেন ২২ রান।

তাতে ৩.২ ওভারে ভাঙে সৌম্য সরকারের সাথে তার ২৮ রানের উদ্বোধনী জুটি। তবে এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন দলের। প্রথমে বুঝেশুনে খেললেও এরপর রান তুলছেন দলের চাওয়া অনুযায়ীই।

দুজনের যুগলবন্দীতে যোগ হয় ৯২ বলে ৭১ রান। এরপর দল যখন তিন অংকের ঘরে প্রবেশের অপেক্ষায়, তখনই ফিরেন সৌম্য। রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি, ১৮.৫ ওভারে আউট হন ৪৯ বলে ৩৫ রানে।

৯৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ মিলে কাঁধে নেন দলের দায়িত্ব। তবে এই সময়ে কমে আসে রানের গতি। এর মাঝেই ৩২.৪ ওভারে মিরাজের উইকেট হারায় বাংলাদেশ।

৫৩ রানের জুটি ভেঙে ফেরেন মিরাজ। ৩৩ বলে ২২ রান করে রশিদ খানের শিকার হোন তিনি। ততক্ষণে অবশ্য দেড় শ’ পেরিয়েছে দলের সংগ্রহ। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে শান্ত যোগ করেন ২২ রান।

এরপর হঠাৎ ব্যাটিং ধসে পড়ে বাংলাদেশ। নাঙ্গোলিয়া খারোতের তোপের মুখে পড়ে পরপর দুই ওভারে ৩ উইকেট হারায় টাইগাররা। তাতে ৩ উইকেটে ১৭৪ থেকে মুহূর্তেই ১৮৪ রানে ৬ উইকেটে পরিণত হয় দল।

৩৮ ওভার পর্যন্ত অবশ্য সব ঠিকই ছিল। থিতু হয়ে যাওয়া নাজমুল হোসেন শান্তর সাথে তাওহীদ হৃদয় ছিলেন মাঠে। তবে তখনই প্রথম আঘাত আনেন খারোতে, ফেরান হৃদয়কে। ১৬ বলে ১১ রানে আউট হন তিনি।

পরের ওভারে এসে বিপজ্জনক হয়ে ওঠা বাংলাদেশ অধিনায়ককে ফেরান খারোতে। ১১৯ বলে ৭৬ রান করে মোহাম্মদ নাবি আউট করেন শান্তকে। দুই বল পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে (২) ফেরান খারোতে। বড় ধাক্কা খায় বাংলাদেশ।

১৮৪ রানে ৬ উইকেট হারানোর পর অভিষিক্ত জাকের আলি অনিক ও নাসুম আহমেদের ব্যাটে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। নাসুম আহমেদ ২৪ বলে ২৫ রানে আউট হলেও জাকের শেষ বল পর্যন্ত খেলে আসেন।

শেষ বলে ছক্কা হাঁকানো জাকের অপরাজিত রয়েছেন ২৭ বলে ৩৭ রানে। তাতে আড়াই শ’ রানের মাইলফলক পাড়ি দেয় বাংলাদেশ। খারোতে ৩, রশিদ খান ও গাজাফার নেন জোড়া উইকেট।


আরো সংবাদ



premium cement
এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড

সকল