হঠাৎ ব্যাটিং ধসে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৪, ১৯:২৬, আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ২০:৩৪
হঠাৎ ব্যাটিং ধসে বাংলাদেশ। নাঙ্গোলিয়া খারোতের তোপের মুখে পড়েছে টাইগাররা। পরপর দুই ওভারে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে ৩ উইকেটে ১৭৪ থেকে মুহূর্তেই ১৮৪ রানে ৬ উইকেটে পরিণত হয়েছে দল।
৩৮ ওভার পর্যন্ত অবশ্য সব ঠিকই ছিল। থিতু হয়ে যাওয়া নাজমুল হোসেন শান্তর সাথে তাওহীদ হৃদয় ছিলেন মাঠে। তবে তখনই প্রথম আঘাত আনেন খারোতে, ফেরান হৃদয়কে। ১৬ বলে ১১ রানে আউট হন তিনি।
পরের ওভারে এসে বিপজ্জনক হয়ে ওঠা বাংলাদেশ অধিনায়ককে ফেরান খারোতে। ১১৯ বলে ৭৬ রান করে মোহাম্মদ নাবিকে আউট করেন শান্ত। দুই বল পর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে (২) ফেরান খারোতে। বড় ধাক্কা খায় বাংলাদেশ।
১৮৪ রানে ৬ উইকেট হারানোর পর এখন অভিষিক্ত জাকের আলি অনিক ও নাসুম আহমেদের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ ওভারে সংগ্রহ ২২৩ রান।
উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে দুই দল। শারজায় এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা