১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

থেমেছেন মিরাজ, পথ দেখাচ্ছেন শান্ত

নাজমুল হোসেন শান্ত - ফাইল ছবি

ইনিংস বড় করতে পারলেন না মেহেদী হাসান মিরাজও। তানজিদ তামিম, সৌম্য সরকারকেই যেন অনুসরণ করলেন তিনি। ৩৩ বলে ২২ রান করে রশিদ খানের শিকার তিনি। ততক্ষণে অবশ্য দেড় শ’ পেরিয়েছে দলের সংগ্রহ।

এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। ১১৪ বলে ৭১ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে ১১ রানে ব্যাট করছেন তাওহীদ হৃদয়।

দিনের শুরুটা করেছিলেন তানজিদ তামিম। ইনিংস বড় করতে না পারলেও আশা দেখান তিনিই। আফগান বোলারদের উপর চড়াও হোন শুরু থেকেই। মোহাম্মদ গাজাফারের বলে ফেরার আগে ১৭ বলে করেন ২২ রান।

তাতে ৩.২ ওভারে ভাঙে সৌম্য সরকারের সাথে তার ২৮ রানের উদ্বোধনী জুটি। তবে এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন দলের। প্রথমে বুঝেশুনে খেললেও এরপর রান তুলছেন দলের চাওয়া অনুযায়ীই।

দুজনের যুগলবন্দীতে যোগ হয় ৯২ বলে ৭১ রান। এরপর দল যখন তিন অংকের ঘরে প্রবেশের অপেক্ষায়, তখনই ফিরেন সৌম্য। রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি, ১৮.৫ ওভারে আউট হন ৪৯ বলে ৩৫ রানে।

৯৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ মিলে কাঁধে নেন দলের দায়িত্ব। তবে এই সময়ে কমে আসে রানের গতি। এর মাঝেই ৩২.৪ ওভারে মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। ৫৩ রানের জুটি ভেঙে ফেরেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে দুই দল। শারজায় এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


আরো সংবাদ



premium cement
অশান্ত মনিপুরে কারফিউ বাকুতে বিশ্বনেতাদের কণ্ঠে প্রধান উপদেষ্টার প্রশংসা ১০ বিভাগে বড় সমাবেশ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে : মির্জা ফখরুল শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি গাইবান্ধায় হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই ভূমিকা রাখতে হবে : তথ্য উপদেষ্টা ট্রাইব্যুনালে ৯ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে পা হারানো লিমনের অভিযোগ দায়ের ওলামাদের মধ্যে রূহানি ঐক্য প্রয়োজন বিশ্বে জলবায়ু সঙ্কট ও সঙ্ঘাতে ১২ কোটি শরণার্থী সতর্ক করল জাতিসঙ্ঘ ডিএনএ টেস্টে মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী প্রমাণিত

সকল