থেমেছেন মিরাজ, পথ দেখাচ্ছেন শান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৪, ১৮:৫৮, আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১৯:২৮
ইনিংস বড় করতে পারলেন না মেহেদী হাসান মিরাজও। তানজিদ তামিম, সৌম্য সরকারকেই যেন অনুসরণ করলেন তিনি। ৩৩ বলে ২২ রান করে রশিদ খানের শিকার তিনি। ততক্ষণে অবশ্য দেড় শ’ পেরিয়েছে দলের সংগ্রহ।
এই মুহূর্তে বাংলাদেশ দলের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান। ১১৪ বলে ৭১ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে ১১ রানে ব্যাট করছেন তাওহীদ হৃদয়।
দিনের শুরুটা করেছিলেন তানজিদ তামিম। ইনিংস বড় করতে না পারলেও আশা দেখান তিনিই। আফগান বোলারদের উপর চড়াও হোন শুরু থেকেই। মোহাম্মদ গাজাফারের বলে ফেরার আগে ১৭ বলে করেন ২২ রান।
তাতে ৩.২ ওভারে ভাঙে সৌম্য সরকারের সাথে তার ২৮ রানের উদ্বোধনী জুটি। তবে এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন দলের। প্রথমে বুঝেশুনে খেললেও এরপর রান তুলছেন দলের চাওয়া অনুযায়ীই।
দুজনের যুগলবন্দীতে যোগ হয় ৯২ বলে ৭১ রান। এরপর দল যখন তিন অংকের ঘরে প্রবেশের অপেক্ষায়, তখনই ফিরেন সৌম্য। রশিদ খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি, ১৮.৫ ওভারে আউট হন ৪৯ বলে ৩৫ রানে।
৯৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মেহেদী মিরাজ মিলে কাঁধে নেন দলের দায়িত্ব। তবে এই সময়ে কমে আসে রানের গতি। এর মাঝেই ৩২.৪ ওভারে মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। ৫৩ রানের জুটি ভেঙে ফেরেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার মুখোমুখি হয়েছে দুই দল। শারজায় এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা