১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সঞ্জুর বিধ্বংসী সেঞ্চুরি, প্রোটিয়াদের উড়িয়ে টি-২০ সিরিজ শুরু ভারতের

সঞ্জুর বিধ্বংসী সেঞ্চুরি, প্রোটিয়াদের উড়িয়ে টি-২০ সিরিজ শুরু ভারতের - ছবি : সংগৃহীত

সঞ্জু স্যামসনের বিধ্বংসী ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬১ রানে প্রথম টি-টোয়েন্টি জিতল ভারত।

শুক্রবার ডারবানের কিংসমিডে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। এই মাঠের সাথে ভারতের সম্পর্ক বেশ মধুর। এখানেই ছয় ছক্কার অবিস্মরণীয় ইনিংস খেলেছিলেন যুবরাজ সিং। এদিন সেই স্মৃতি ফেরালেন সঞ্জু স্যামসন। ম্যাচের শুরু থেকেই বল বাউন্ডারির বাইরে পাঠাতে শুরু করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছিলেন। এখানে যেন সেই ইনিংসই ধারাবাহিকভাবে এগিয়ে চলল। মারলেন ৭টি চার। আর ছক্কা হাঁকালেন ১০টা। সেঞ্চুরিতে পৌঁছতেও বেশিক্ষণ লাগল না। মার্কো জানসেন, জেরাল্ড কোয়ের্ৎজে, কেশব মহারাজ কেউই রেহাই পেলেন না। শেষ পর্যন্ত ৫০ বলে ১০৭ রানে থামল তার ইনিংস। অন্যদিকে অবশ্য অধিনায়ক সূর্য (২১) ও তিলক বর্মা (৩৩) ছাড়া কেউই রান পেলেন না। কিন্তু সঞ্জু একাই একশো। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে পর পর দুম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়লেন সঞ্জু। পরের দিকে হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলদের ব্যাট নীরব রইল। যে কারণে ২০২ রানে আটকে গেল ভারতের ইনিংস।

তাতেও অবশ্য ম্যাচ জিততে খুব একটা অসুবিধা হয়নি। যার নেপথ্যে বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোইয়ের ঘূর্ণি। শুরুতেই অবশ্য ধাক্কা দিয়েছিলেন অর্শদীপ সিং। প্রোটিয়া অধিনায়ক মার্করামকে প্রথম ওভারেই ফিরিয়ে দেন তিনি। রানের গতির বেগ একেবারেই বাড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সময়মতো ফাঁস আরো দৃঢ় করেন বরুণ চক্রবর্তী। তাঁ ঘূর্ণির শিকার রায়ান রিকেলটন, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার।

অন্যদিকে নিচের সারির ব্যাটারদের বন্দি করেন রবি বিষ্ণোই। তিনি ফেরান প্যাট্রিক ক্রুগার, মার্কো জানসেন, সিমেলেনকে। শেষের দিকে কোয়ের্ৎজে একটা মরিয়া চেষ্টা চালিয়েও লাভের লাভ হয়নি। ততক্ষণে হাতের রশি দক্ষিণ আফ্রিকার থেকে পুরোপুরি বের হয়ে গেছে। তিনি ফিরে গেলেন সূর্যকুমারের অসামান্য থ্রোয়ে রানআউট হয়ে। অবশেষে দক্ষিণ আফ্রিকা থামল ১৪১ রানে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে গেল ভারত।


আরো সংবাদ



premium cement
বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের ‘লিজ বাতিল’ সাও পলোতে প্রথম গ্লোবাল সাউথ মিডিয়া ফোরাম শুরু জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন জার্মানিতে চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসিইউয়ের অর্থ পরিশোধে কমেছে রিজার্ভ বিচারব্যবস্থা বিনির্মাণে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধির আহ্বান প্রধান বিচারপতির পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে শান্তর বদলে দিপু চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে ভয়াবহ আগুন সেনাবাহিনী প্রধানের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

সকল